কোন সূরার পর কোন সূরা মিলাতে হবে
প্রশ্নঃ ৪১১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। নামাজের সধ্যে কোন সুরার পর কোন সুরার মিলাতে হবে এটা নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হই। দয়াকরে আমাকে জানান কোন সুরার পর কোন সুরার মিলাতে হবে। এতে অনেক অপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফরয নামাযের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হয়। সূরা মিলানোর ক্ষেত্রে কুরআনুল কারীমে সুরার ধারাবাহিকতা যেভাবে আছে এ ধারাবাহিকতা বজায় রাখা চাই। অর্থাৎ প্রথম রাকাতে সুরা ফাতিহার পর যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে এর পরের দিকে যেকোন সূরা পড়তে পারবেন। তবে এটুকু খেয়াল রাখা উচিত, দ্বিতীয় রাকাতের সূরা প্রথম রাকাতে সূরা তুলনায় যেন ছোট হয়।
عَنْ أَبِي سَعِيدٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ قَدْرَ ثَلَاثِينَ آيَةً، وَفِي الْأُخْرَيَيْنِ عَلَى قَدْرِ النِّصْفِ مِنْ ذَلِكَ، وَفِي الْعَصْرِ عَلَى قَدْرِ الْأُخْرَيَيْنِ مِنَ الظُّهْرِ، وَفِي الْأُخْرَيَيْنِ عَلَى قَدْرِ النِّصْفِ مِنْ ذَلِكَ.
সুনানে দারেমী ১৩২৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন