প্রশ্নঃ ৪০৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যার দিন ভালো আসে দিন খরাপ কথটা ইসলামি শরীয়াহ মোতাবেক কথাটা কতটুকু যথার্থ?
বা কথা টা বলা কি শিরক কিনা? মানে কথাটা বলা মানে আগাম ভবিষ্যৎ করার সামিল কিনা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জামানা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, সর্বোত্তম জামানা আমার জামানা। এরপর সাহাবীদের জামানা, এরপর তাবেঈনদের জামানা। ধীরে ধীরে লোকজনের ঈমান-আক্বীদা ও আমল খারাপ হতে থাকবে। এরপর ক্বিয়ামত ঘটবে পৃথিবীর বুকে সর্বনিকৃষ্ট লোকদের উপর।
অন্য এক হাদীসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বিয়ামত ঘটবে এমন লোকদের উপর যারা দিবালোকে গাধার ন্যায় মিলন করবে।
নবীজির এই হাদীসের অর্থে যদি কেউ বলে থাকে "যায় দিন ভালো, আসে দিন খারাপ"। তাহলে এটি ভবিষ্যদ্বাণী হবে না। শিরিক হবে না। বরং হাদীসের বাণী ভিন্ন শব্দে বিবৃত হবে।
حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُ أُمَّتِي قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ". قَالَ عِمْرَانُ فَلاَ أَدْرِي أَذَكَرَ بَعْدَ قَرْنِهِ قَرْنَيْنِ أَوْ ثَلاَثًا " ثُمَّ إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَنْذُرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ ".
ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার উম্মাতের সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। অতঃপর তৎপরবর্তী যুগ। অতঃপর তৎপরবর্তী যুগ। ‘ইমরান (রাঃ) বলেন, তিনি তাঁর যুগের পর দু’যুগ অথবা তিনি যুগ বলেছেন তা আমার স্মরণ নেই। অতঃপর এমন লোকের আগমন ঘটবে যারা সাক্ষ্য প্রদানে আগ্রহী হবে অথচ তাদের নিকট সাক্ষ্য চাওয়া হবে না। বিশ্বাস ভঙ্গের কারণে তাদেরকে কেউ বিশ্বাস করবে না। তারা মানত করবে কিন্তু তা পূরণ করবে না। তারা হবে চর্বিওয়ালা মোটাসোটা।
সহিহ বুখারী, হাদিস নং ৩৬৫০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন