ডিভোর্সি নারীকে বিয়ে করা কি নিষেধ?
প্রশ্নঃ ৪০৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম। হুজুর ১৮ বছর সংসার করার পর আমার ৭ বছর হলো তালাক হয়েছে।এক্সডেন্টলি আমার স্বামী কতৃক ১৪ তালাক দিয়েছি বলায় তালাক হয়েছে।আমার ২ টি মেয়ে আছে আমার দায়িত্বে।ওদের বাবা ওদেরকে নিচ্ছনা।সে বিয়ে করেছে। আমিও বিয়ে করতে চাই। আমার বয়স ৪৬।আমি ডিভোর্সি ও ২ মেয়ের মা । তাই আমাকে কেউ বিয়ে করতে চায়না।ইসলামে কি ডিভোসিদের বিয়ে করা নিষেধ আছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিশ্বনবী ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে দশটি বিধবা মহিলার দায়িত্ব নিয়ে বিবাহ করেছেন। শুধুমাত্র একটি কুমারী মেয়েকে বিবাহ করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরামও বিধবা অথবা তালাকপ্রাপ্তা নারীকে বিবাহ করেছেন।
অতএব কোন সামর্থ্যবান সুহৃদ পুরুষ আপনার দায়িত্ব নিয়ে বিবাহ করলে সে অনেক সওয়াব পাবে ইনশাআল্লাহ।
তালাকের পর সাত বৎসর অতিবাহিত করা মোটেই উচিত হয়নি। তিন হায়েয (মাসিক) অতিবাহিত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জরুরী ছিল।
আল্লাহ তাআলার কাছে প্রতিদিন দু'রাকাআত সালাতুল হাজত পড়ে দোয়া করতে থাকুন। আর বেশি বেশি পড়ুন -
رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
(আল ফুরকান - ৭৪)
হে আমাদের পালনকর্তা, আমাদের দান কর সঙ্গি এবং সন্তান যারা আমাদের জন্যে চোখের শীতলতা হবে এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
আল্লাহ তা'আলা অবশ্যই আপনার নেক আশা পূরণ করবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন