প্রশ্নঃ ৩৯৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বয়স অনুযায়ী আমার দারি বেশি সাদা হয়েছে। বিশেষ করে ২ চোয়ালের দিকে। এনিয়ে প্রায় দিন পরিচিত ও অপরিচিতদের কাছে প্রশ্নবিদ্ধ হতেহয়। আমার চেহারার সাথে সাদা দারি মিলহয় না। ১ সময় দারি রাখার জন্য আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে। যানি আমাদের ধর্ম এতটাই কঠিন না। তাই একটা আপনাদের কাছে এটার সমাধান চাই। আমার বয়স (৩০+)।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইয়াহুদীরা দাড়ি সাদা হয়ে গেলে তাতে খেজাব ব্যবহার করে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে দাড়ি খেজাব করার জন্য নির্দেশ দিয়েছেন।
অতএব বৃদ্ধ বয়সে দাড়ি খেজাব করা যতটুকু জরুরি, আপনার এই বয়সে আরো বেশি জরুরি। তবে মিশমিশে কালো খেজাব ব্যবহার করা কিছুতেই উচিত নয়। বিধায় কালোর কাছাকাছি নীল জাতীয় এক ধরনের খেজাব পাওয়া যায়, মাওলানা তারিক জামিল ও মুফতি মুহাম্মদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম তারা এই খেযাবটি ব্যবহার করেন। আপনি চাইলে সেটি ব্যবহার করতে পারেন।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَحْسَنَ مَا غُيِّرَ بِهِ هَذَا الشَّيْبُ الْحِنَّاءُ وَالْكَتَمُ " .
আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এ বার্ধক্য পরিবর্তনের সবচেয়ে উত্তম রং হলো মেহেদি ও কাতাম (কালো রং নিঃসারক উদ্ভিদ)।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২০৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন