প্রশ্নঃ ৩৯৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
নবীজি হযরত মুহাম্মাদ সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি?? বিভিন্ন বইয়ে অনেক পমলের কথা লেখা থাকে যেমন 1000বার দরুদ পড়া বা নিদিষ্ট সূরা দিয়ে নামাজ পড়া এগুলো করে কি বিদায়াত হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারা দুনিয়ার মধ্যে অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয়। হাদীস শরীফে এসেছে, যে আমাকে স্বপ্ন দেখল, সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে এবং সে আমাকেই দেখলো। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।
স্বপ্নের মাঝে কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলে তারে স্বপ্ন হক্কানী আলেমকে শোনাবে। তিনি নবীজির দেহ অবয়বের বর্ণনা সম্পর্কিত হাদীসগুলো সাথে স্বপ্নের বর্ননা মিলিয়ে দেখবেন। যদি মিলে যায়, তাহলে বোঝা যাবে বাস্তবেই নবীজিকে স্বপ্ন দেখা হয়েছিল। না মিললে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা বিভ্রান্ত হয়েছেন।
নবীজিকে স্বপ্ন দেখার জন্য যেসব আমলের কথা বলা হয়, এগুলো কোরআন ও সুন্নাহে বর্নিত হয়নি। কোন কোন বুজুর্গদের অভিজ্ঞতার আলোকে এসব আমল বর্নিত হয়েছে। অতএব নবীজিকে স্বপ্ন দেখার জন্য সুনির্দিষ্ট সংখ্যায় দুরুদ শরীফ ও বিশেষ সূরা দিয়ে নামায অথবা অন্য কোন আমল বিদা'আত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখার জন্য ঈমানের মজবুতির সাথে সাথে গুরুত্বের সঙ্গে সুন্নতের উপর আমল করা, হালাল-হারাম মেনে চলা। ইত্যাদির উপর অটল অবিচল থেকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আশা করা যায় তিনি স্বপ্নের মাঝে নবীজিকে দেখিয়ে দিবেন।
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ، شِهَابٍ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقَظَةِ أَوْ لَكَأَنَّمَا رَآنِي فِي الْيَقَظَةِ لاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যে লোক আমাকে স্বপ্নে দেখে, শীঘ্রই সে আমাকে জেগে থাকাবস্থায় দেখতে পাবে। অথবা তিনি বলেছেন, সে যেন আমাকে জাগ্রত অবস্থায় প্রত্যক্ষ করলো। কারণ শাইতান আমার আকৃতি ধারণ করতে পারে না।
সহিহ মুসলিম, হাদিস নং ৫৮১৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন