প্রশ্নঃ ৩৯৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আমার প্রশ্ন: মহিলাদের বাচ্চা পেটে থাকলে কি করণীয়? আর কি আমল করলে বাচ্চা নেক সন্তান হয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সন্তান নেক হওয়ার জন্য যে কয়টি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া উচিত:
১. হালাল খাদ্য গ্রহণ করা।
২. সব ধরনের গুনাহ (বিশেষত টেলিভিশন দেখা) বর্জন করা।
৩. বেশি বেশি কুরআনে কারীমের তিলাওয়াত করা।
৪. হাঁটতে চলতে উঠতে-বসতে বেশী বেশী দরুদ শরীফ ও বেশি বেশি ইস্তিগফার পড়া।
৫. বাচ্চার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়া। নিয়মিত ঘুমানো। প্রতি রাতে দুধ, সকালে ডিম ও সব খাবারের পর বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া।
৬. বাচ্চা সহজে নর্মাল প্রসবের জন্য প্রতিদিন একবার সূরা মারইয়াম তিলাওয়াত করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন