প্রশ্নঃ ৩৮৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) পছন্দ করেন.?? আপনি কি হুজুর কেবলা আল্লামা তাহের শাহ সিরিকোটি (মাঃজিঃআ) কে পছন্দ করেন???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামে যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা পালন করতে বলেননি, সাহাবায়ে কেরাম তাদের শতবর্ষে যা পালন করেননি, আমরা সেটা কি করে পালন করব?
আবূ দাউদ শরীফের হাদীসে সুস্পষ্ট বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের জন্য দুটি ঈদ দেয়া হয়েছে। একটি হল ঈদুল ফিতর, অপরটি হলো ঈদুল আযহা। এরপর ঈদ-ই-মিলাদুন্নবী মানতে গেলে দুইয়ের জায়গায় তিন হয়ে যায়। যা নিজেদের পক্ষ থেকে বাড়াবাড়ি। নিজেদের পক্ষ থেকে বানানো রীতি কোনদিন ইসলাম হতে পারে না।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ " مَا هَذَانِ الْيَوْمَانِ " . قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ " .
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাদীনাহ্তে এসে দেখেন মাদীনাহ্বাসীরা নির্দিষ্ট দু’টি দিনে খেলাধূলা ও আনন্দ করে থাকে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেনঃ এ দু’টি দিন কিসের? সকলেই বললো, জাহিলী যুগে আমরা এ দু’ দিন খেলাধূলা করতাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, মহান আল্লাহ তোমাদের এ দু’ দিনের পরিবর্তে উত্তম দু’টি দিন দান করেছেন। তা হলো, ঈদুল আযহা ও ঈদুল ফিত্বরের দিন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ১১৩৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন