প্রশ্নঃ ৩৮৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম।আমি ইতালি রোমে থাকি , আমার প্রশ্ন হচ্ছে কাজে ব্যস্ত থাকার কারণে
জোহর আছর মাগরিব তিন ওয়াক্ত নামাজ পড়তে পারি না।কাজ শেষ করে বাসায় গিয়ে মাগরিব কাজা শুরু করি তার পর এবার নামাজ আদায় করি।বাকি তিন ওয়াক্ত নামাজ কি ভাবে আদায় করতে পারি। নিয়মিত ভাবে আমার এরকম অভ্যাস হয।দয়া করে জানাবেন।।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কাজের ব্যস্ততার অজুহাতে নিয়মিত নামায কাযা করে দেওয়া মারাত্মক কবিরা গুনাহ। এই অভ্যাস থেকে দ্রুত বেরিয়ে এসে তওবা করুন। আল্লাহ তাআলা ওয়াক্ত মত নামাজ পড়া ফরজ করেছেন। নামাজকে তার ওয়াক্ত অনুযায়ী আদায় করা জরুরি।
অবশ্য অনিবার্য কোন কারণবশত জীবনের দুই-একবার একাধিক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে সুযোগ পাওয়া মাত্রই ওয়াক্তের ধারাবাহিকতা অনুযায়ী নামাজগুলোকে পড়ে নেবে।
فَاِذَا قَضَیۡتُمُ الصَّلٰوۃَ فَاذۡکُرُوا اللّٰہَ قِیٰمًا وَّقُعُوۡدًا وَّعَلٰی جُنُوۡبِکُمۡ ۚ فَاِذَا اطۡمَاۡنَنۡتُمۡ فَاَقِیۡمُوا الصَّلٰوۃَ ۚ اِنَّ الصَّلٰوۃَ کَانَتۡ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ کِتٰبًا مَّوۡقُوۡتًا
অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দন্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও, তখন নামায ঠিক করে পড়। নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।
সূরা নিসা ১০৩
فَخَلَفَ مِنۡۢ بَعۡدِہِمۡ خَلۡفٌ اَضَاعُوا الصَّلٰوۃَ وَاتَّبَعُوا الشَّہَوٰتِ فَسَوۡفَ یَلۡقَوۡنَ غَیًّا ۙ
অতঃপর তাদের পরে এল অপদার্থ পরবর্তীরা। তারা নামায নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল। সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে।
সূরা মারয়াম ৫৯
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَمَا غَرَبَتِ الشَّمْسُ، فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ، مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " وَاللَّهِ مَا صَلَّيْتُهَا ". فَقُمْنَا إِلَى بُطْحَانَ فَتَوَضَّأَ لِلصَّلَاةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى الْعَصْرَ بَعْدَمَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
বোখারী ৫৯৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন