আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মেয়েদের মাহরাম ব্যতীত সফর

প্রশ্নঃ ৩৬৯৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমানে যে মেয়েরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে মাহরাম ছাড়া সফর করে এটা কতটুকু বৈধ। আর ওইখানে গিয়ে ভার্সিটিতে পরাশুনা করে কিন্তু পর্দার কোনো পরিবেশ নেই সেই ভার্সিটিতে পরাশুনা করা কি জায়েজ

২৮ জুলাই, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মাহরাম ব্যতীত কোন নারীর একাকী দূরে সফরে কিংবা বিদেশে গমন করা নিষিদ্ধ। নারীর সার্বিক নিরাপত্তা বিধান ও ফেৎনা থেকে প্রতিরক্ষার জন্যই ইসলামের এই নীতি। রাসূল (ছাঃ) বলেন, মেয়েরা মাহরাম ব্যতীত অন্য কারো সাথে সফর করবে না এবং মাহরাম কাছে নেই এমতাবস্থায় কোন পুরুষ কোন মহিলার নিকট গমন করতে পারবে না। এ সময় এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমি অমুক অমুক সেনাদলের সাথে জিহাদ করার জন্য যেতে চাচ্ছি। কিন্তু আমার স্ত্রী হজ্জ করতে যেতে চাচ্ছে। রাসূল (ছাঃ) বললেন, তুমি তার সাথেই যাও (বুখারী হা/১৮৬২; মুসলিম হা/১৩৪১)।

উচ্চশিক্ষার চেয়ে নিজের ঈমান-আমল এবং ইয্যত-আব্রু হেফাযত করা অধিক জরুরী এবং ফরযে আইন। সুতরাং এভাবে মাহরাম ব্যতীত মেয়েদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া জায়েজ নেই বরং
তা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি মোহাম্মদ আমীর হোসাইন
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন