প্রশ্নঃ ৩৬২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,, হুজুর আমার বন কে তার husband বলেছেন জে তকে এই মাসে ৩ তালাক এবং পরের মাসে ও তিন তালাক,,,
এই টা ধারা কি তালাক হবে?????
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার বোনকে তার স্বামী এমন কথা বলার দরুন ঐ মাসের শেষ প্রহরে আপনার বোনের উপর তিন তালাক হয়েছে। তাদের বৈবাহিক সম্পর্ক পূর্ণাঙ্গ রূপে বিচ্ছিন্ন হয়ে গেছে।
উল্লেখ্য : তালাকের সর্বোচ্চ সংখ্যা তিন। তিন তালাক দেয়ার পর আর তালাকের সুযোগ নেই। অতএব আপনার ভগ্নিপতির উক্তি "পরের মাসেও তিন তালাক", এই কথাটি অনর্থক হয়েছে।
عَنْ مَالِكٍ ؛ أَنَّهُ بَلَغَهُ : أَنَّ رَجُلًا قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ : إِنِّي طَلَّقْتُ امْرَأَتِي مِائَةَ تَطْلِيقَةٍ، فَمَاذَا تَرَى عَلَيَّ ؟ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ : طَلُقَتْ مِنْكَ بِثَلَاثٍ، وَسَبْعٌ وَتِسْعُونَ اتَّخَذْتَ بِهَا آيَاتِ اللَّهِ هُزُوًا.
মুয়াত্তা ইমাম মালিক ১৫৮১
وَإِذَا أَضَافَهُ إلَى الشَّرْطِ وَقَعَ عَقِيبَ الشَّرْطِ اتِّفَاقًا مِثْلُ أَنْ يَقُولَ لِامْرَأَتِهِ: إنْ دَخَلْتُ الدَّارَ فَأَنْتِ طَالِقٌ
ফতোয়া হিন্দিয়া
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন