প্রশ্নঃ ৩৬০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালমুয়ালাইকুম।
আমি একজন মেয়েকে ভালবাসি। তার সাথে আমার কথা হয়। কথাবার্তার এক পর্যায়ে আমরা নিছক মজার মধ্যে এক প্রকার বিয়ে করি। আমি কবুল বললেও মেয়েটি তখন কবুল বলেনি। তবে বলেছে, বিয়ে হয়ে গেছে ।
এখন এক পর্যায়ে জানতে পারি দুজন সাবালক ছেলে মেয়ে যদি মজার ছলেও কবুল বলে, তখন নাকি বিবাহ হয়ে যায়। আমাদের কারো নিয়তেই প্রকৃতপক্ষে বিয়ে করার ছিল না।
মেয়েটি যেহেতু কবুল বলেনি তাহলে কি আমাদের বিয়ে হয়েছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, প্রশ্নের বর্ননা অনুযায়ী আপনাদের বিবাহ হয়নি। যদিও খেলাচ্ছলে বিবাহ করলে বিবাহ হয়ে যায়। কিন্তু দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া কোনভাবেই বিবাহ সঙ্ঘটিত হয় না।
عَنِ ابْنِ عَبَّاسٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " الْبَغَايَا : اللَّاتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ ".
সুনানু তিরমিজী ১১০৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন