স্ত্রীর অবাধ্যতায় স্বামীর করণীয়
প্রশ্নঃ ৩৫২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুনায়েদ অনেকদিনের পরিচিত একজনকে বিয়ে করেছে। সে বিয়ের পূর্বে ইসলামের অনেক হুকুম আহাকামের বিষয়ে সচেতন ছিলো না। এখন সে পরিপূর্ণভাবে ইসলামের হুকুম আহাকাম মেনে চলার চেষ্টা করে। তার স্ত্রী মুসলিম হলেও ধর্মের বিষয়ে একেবারেই উদাসীন এবং পর্দা না করার বিষয়ে অটল। শারিরীক সমস্যার কারনে স্ত্রী গর্ভধারন করতে পারছে না এবং এই ব্যপারে কোনো ডাক্তারও দেখাতে চায় না। জুনায়েদকে তার স্ত্রী দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। জুনায়েদের এখন করণীয় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জুনাইদ তাকে ভালভাবে বোঝানোর চেষ্টা করবে। নিজের পক্ষে বোঝানো সম্ভব না হলে কোন আল্লাহ ওয়ালা আলেমকে দিয়ে বোঝাবে। এর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে শেষ রাত্রে উঠে সালাতুল হাজত পড়ে দোয়া করতে থাকবে।
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ।
সূরা নিসা ৪:৩৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন