প্রশ্নঃ ৩৫১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমার প্রশ্নটি হলঃ
আমরা এটি ঘরে বেশ কয়েক বৎসর যাবৎ বসবাস করে আসছি।কিন্তু একটি বিষয় লক্ষ্য করে আসছি যে,আমাদের পরিবারে রোগবালাই লেগেই থাকে, একজন সুস্থ হলে অন্যজন আক্রান্ত হয়। যার ফলে সব সময় পেরেশানি তে থাকতে হয়।আমার পরিবারের সকলেই নামায, রোজা করে থাকে। পাঁচ ওয়াক্ত নামায পড়ে, কুরআন তেলাওয়াত হয়।আমরা কিভাবে এ হতে পরিত্রাণ পেতে পারি,জানালে খুব খুশি হতাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমকে ঘরে দাওয়াত করে দোয়া করালে অনেক ক্ষেত্রে ফায়দা হয়।
কোন বুযুর্গের কাছ থেকে পানি পড়া এনে ঘরে ছিটিয়ে দেখতে পারেন।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ : " قُومُوا فَلْنُصَلِّ بِكُمْ ". قَالَ أَنَسٌ : فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِالْمَاءِ، فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ عَلَيْهِ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ..... وَفِي هَذَا الْحَدِيثِ دَلَالَةٌ أَنَّهُ إِنَّمَا صَلَّى تَطَوُّعًا أَرَادَ إِدْخَالَ الْبَرَكَةِ عَلَيْهِمْ.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন