স্বশিক্ষিতি মুফাসসির
প্রশ্নঃ ৩৪৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রবাসী মহিলা দাইর ডিজিটাল কোরআন ক্লাস এ উপস্থিত হয়ে তাফসীর শেখা ও মতামত নেয়া জায়েজ হবে কিনা?যিনি অন্যান্য ব্যক্তির থেকে কোরআন শিখছেন এবং তার কোন ইসলামিক প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তাফসির কি সবাই করতে পারেন বিশেষ করে মহিলা, নাকি তাফসীর করতে মুফতি মুকাদ্দেস হতে হয়? অথচ কোরআন শরীফে উল্লেখ আছে আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এখন প্রত্যেক ঘরে ঘরে কোরআন শিক্ষা শুরু করতে অনেক মহিলা একত্রিত হয়ে তাফসীর ক্লাস করে, তাদের বক্তব্য আগেকার সাহাবী মহিলা কিভাবে শিক্ষা গ্রহণ করতেন মা আয়েশা (রা:) থেকে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করা আল্লাহ তাআলা সহজ করেছেন। তাফসীর করার কথা বলা হয়নি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করে ইরশাদ করেন, কেউ মনগড়া তাফসীর করলো, সেটা সঠিক হলেও সে ভুল করল।
অতএব কোরআনুল কারিমের তাফসীরের জন্য মূল নীতি অনুসরণ করতে হবে। নিজের খেয়াল-খুশি মতো যেকেউ তাফসীর করার অধিকার রাখে না।
عَنْ جُنْدُبٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ قَالَ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ بِرَأْيِهِ فَأَصَابَ فَقَدْ أَخْطَأَ ".
সুনানু আবী দাউদ ৩৬৫২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন