প্রশ্নঃ ৩৪৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি একজন ছাত্র তবলীগ করি আমি বিয়ে করতে চাইছি?প্রশ্ন হলো:-১.কোরআন সুন্নাহ অনুযায়ী একজন মুসলমানের বিয়েতে কী কী করণীয়?২.কোরআন সুন্নাহ অনুযায়ী বিয়েতে নারী ও পুরুষের পরিবার-পরিজনের কী কী করণীয় বা মেয়ের বাড়িতে কতজন এবং জামায়ের সাথে কে কে যেতে পারবে বা মেয়ের।এসকল কিছুর হুকুম কী? ৩.বসার রাতে কী কী করণীয়?-প্রশ্ন যদিও বুঝিয়ে করতে পারিনি এর জন্য হ্মমা চায় - আমি একটু বিয়ের ব্যাপারে সু-স্পষ্ট হুকুম কী কী আর কী কী বর্জনীয় জানতে চাই।দয়া করে যদি একটু জানাতেন খুব উপকৃত হতাম।আপনাকে অগ্রিম ধন্যবাদ এবং আপনার জন্য দোয়া রইলো।বি:দ্র:- আমি আল্লাহর দ্বীন মানার চেষ্টা করি। আসসালামুয়ালাইকুম আল্লাহ-হাফেজ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর উত্তর প্রবন্ধ আকারে দীর্ঘ আলোচনার দাবিদার। যা এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়।
অতএব আপনাকে পরামর্শ দিব কয়েকটি কিতাব সংগ্রহ করে পড়ার জন্য। এই কিতাবগুলো দাম্পত্য জীবনের পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।
১. উসওয়ায়ে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লেখক: আরিফ বিল্লাহ ডাক্তার আব্দুল হাই রাহিমাহুল্লাহ।
২. আহকামে জিন্দেগী, লেখক: মাওলানা হেমায়েত উদ্দিন হাফিজাহুল্লাহ।
৩. তালিমুন নিসা, লেখক: হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ।
৪. সংসার সুখী হয় দুজনের গুণে, লেখক: পীর যুলফিকার আহমদ নকশবন্দী।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন