প্রশ্নঃ ৩৪৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,ভালো আছেন শায়েখ? আমার প্রশ্ন, বক্তারা যেন ইউটিউবে ছবি দেয় এই ছবি দেয়া কী জায়েজ আছে, Facebook কী ছবি দেয়া জায়েজ আছে,কোন কোন আলেম বলেন, ছবি তোলা জায়েজ আছে,আবার কোন কোন আলেম বলেন মোবাইলে ছবি তোলা হারাম।আমি দারুল উলূম দেওবন্দের ফতোয়া দেখিছি ছবি তোলা হারাম বলেছে? শায়েখ দলীল সহ উত্তর দিলে উপকৃত হতাম?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
ছবি ভিডিওর ব্যাপারে হক্কানী ওলামায়ে কেরামের মধ্যে কিছুটা মতভিন্নতা আছে। দারুল উলুম করাচি এবং দারুল দেওবন্দের ফতোয়ায় এ বিষয়ে কিছুটা ভিন্নতা আছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে সর্তকতা ও সাবধানতা। দারুল উলুম করাচির ফতোয়ায় আছে কিঞ্চিৎ অবকাশ। তাও আবার সর্বক্ষেত্রে নয়, শুধুমাত্র জরুরতের ক্ষেত্রে।
প্রত্যেক দারুল ইফতা স্ব স্ব ফতোয়ার পক্ষে কুরআন হাদীস থেকে দলীল প্রমাণ উল্লেখ করেছেন। বিস্তারিত জানতে তাদের ফতোয়া দেখতে পারেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন