আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

হারাম টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে সেই টাকা কি গ্রহন করা যাবে?

প্রশ্নঃ ২৮৯২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম আমার প্রশ্ন হচ্ছে আমি একজনকে ১০ হাজার টাকা ঋণ দিলাম। উনি আমাকে যেকোন সুদের টাকা থেকে অথবা কোন কিস্তির টাকা থেকে ঋণ পরিশোধ করল। এখন আমার জন্য এই টাকা নেওয়া বৈধ হবে কিনা?

৩১ অক্টোবর, ২০২৩
Ghilatoli Road

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যদি ঋণগ্রহীতা ঋণ পরিশোধ করার সময় স্পষ্টভাবে বলে যে এটি হারাম টাকা, অথবা ঋণদাতা আগে থেকেই জানে যে, সে হারাম মাল দিয়ে ঋণ পরিশোধ করছে তবে সেক্ষেত্রে ঋণদাতা সেই টাকা গ্রহন করবে না। বরং তিনি ঋণগ্রহিতার কাছে হালাল টাকায় ঋণ পরিশোধে দাবি করবে।
কিন্তু ঋণ পরিশোধের সময় যদি টাকা ধরণের ব্যাপারে সে কোন কথা না বলে তাহলে ঋণদাতার জন্য ওই টাকা গ্রহন করা জায়েজ আছে।

صورتِ مسئولہ میں اگر مقروض شخص صراحت کے ساتھ یہ کہہ کر قرضہ واپس کرے کہ یہ حرام پیسہ ہے تو ایسی صورت میں آپ کے لیے مذکورہ رقم لینے کی اجازت نہ ہوگی اور آپ کو مقروض سے اس بات کے مطالبہ کا حق ہوگا کہ وہ حلال مال سے قرضہ واپس کرے، البتہ اگر اس نے قرضہ ادا کرتے وقت کسی قسم کی صراحت نہیں کی ہو، تو ایسی صورت میں اپنا قرضہ وصول کرسکتے ہیں۔ فقط واللہ اعلم

https://www.banuri.edu.pk/readquestion/
فتوی نمبر : 144012200191

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর