নারীস্পর্শের কারণে কি অজু ভেঙ্গে যায়?
প্রশ্নঃ ২৭২৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন প্রবাসী দোকানদার অজুরত অবস্থায় যদি কোন বেগানা মহিলাকে স্পর্শ করি ইচ্ছায় বা অনিচ্ছায় অমত অবস্থায় আমার ওযু কি ভেঙে যাবে। অনেক সময় মালামাল দিতে গেলে হাতে হাত লেগে যায় বা অনেক সময় হাতে না দিলে তারা মন খারাপ করে এ অবস্থায় আমার করণীয় কি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
বিনা প্রয়োজনে বেগানা নারীর সাথে কথা বলা কিংবা তার শরীর স্পর্শ করা গুনাহ।
বিশুদ্ধ মতানুসারে নারী পুরুষের পরস্পরের স্পর্শের কারণে অজু ভঙ্গ হয় না। কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রেও আপনার অজু ভঙ্গ হবে না। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সা. স্ত্রীকে চুম্বন করে নামায পড়তে বের হয়েছেন কিন্তু ওযু করেন নি। তবে যদি নারীকে দেখা, কথা বলা কিংবা স্পর্শের পর অজু ভঙ্গের কোনো কারণ প্রকাশ পায় (পুরুষাঙ্গের অগ্রভাগে তারল্য অনুভূত হয়) তাহলে অজু ভেঙ্গে যাবে।
وتستفاد من: مس الرجل المرأة والمرأة الرجل لا ینقض الوضوء کذا في المحیط․ (الہندیة: ۱/۱۳) وفیہ الفصل الخامس في نواقض الوضوء: منہا ما یخرج من السبیلین من البول والغائط والریح الخارجة من الدبر والودي والمذي․ (الہندیة: ۱/۹)
https://darulifta-deoband.com/home/ur/taharah-purity/48846
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন