স্বামী স্ত্রী মুসলমান হলে
প্রশ্নঃ ২৬৮২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোহতারাম আমার প্রশ্ন হলোঃ যদি কোন হিন্দু স্বামী স্ত্রী একই সাথে মুসলমান হয়,তাহলে কী তাদের নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে? নাকি আগের বিবাহ ঠিক থাকবে? উত্তর টা রেফারেন্স সহ দিলে উপকৃত হবো। আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিক।আমিন উত্তর টা একটু তাড়াতাড়ি দিলে কৃতজ্ঞ থাকব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামী স্ত্রী একসাথে মুসলমান হলে তাদের পূর্বের বিবাহ বহাল থাকবে। নতুন করে বিবাহ করার প্রয়োজন নেই।
বিশিষ্ট তাবেয়ী আতা (রহ.)বলেন:
عن عطاء، في الرجل والمرأة يكونان مشركين فيسلمان، قال: يثبت نكاحهما، فإن أسلم أحدهما قبل الآخر انقطع ما بينهما
‘যদি তারা একসাথে ইসলাম গ্রহণ করে তাহলে তাদের বিবাহ বহাল থাকবে। আর যদি একজন অপরজনের আগে ইসলাম গ্রহণ করে তাহলে তাদের পারস্পরিক বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৮৪০০]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন