সম্মানিত বস্তু বা ব্যক্তি পায়ে লাগলে চুমু খাওয়ার বিধান
প্রশ্নঃ ২৬৭৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত জিনিস পায়ে লাগলে চুমু খাওয়ার বিধান কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত বস্তু বা ব্যক্তির গায়ে পা লাগলে চুমো খাওয়া আমাদের এই অঞ্চলের শিষ্টাচার। এক্ষেত্রে ইসলামের আদেশও নেই, নিষেধও নেই। সুতরাং মৌলিকভাবে এটা করাতে কোনো সমস্যা নাই। তবে এক্ষেত্রে ঝুঁকা হারাম। অনুরূপভাবে বিষয়টিকে জরুরী মনে করা বা শরয়ী বিধান মনে করা বিদআত।
رُوِيَ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَأْخُذُ الْمُصْحَفَ كُلَّ غَدَاةٍ وَيُقَبِّلُهُ وَيَقُولُ : عَهْدُ رَبِّي وَمَنْشُورُ رَبِّي عَزَّ وَجَلَّ وَكَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ يُقَبِّلُ الْمُصْحَفَ وَيَمْسَحُهُ عَلَى وَجْهِهِ
উমর রাযি. সম্পর্কে বর্ণিত আছে, তিনি প্রতিদিন সকালে কোরআন মজিদ নিয়ে চুমু খেতেন। আর বলতেন, এটা আমার রবের নির্দেশনা এবং আল্লাহর প্রেরিত। অনুরূপভাবে উসমান রাযি.-ও কোরআন মজিদ নিয়ে চুমু খেতেন এবং চোখে বুলাতেন। (রাদ্দুল মুহতার ৫/২৪৬ তাহতাবী আলা মারাকিল ফালাহ ২৫৯ ফাতওয়ায়ে মাহমুদিয়া ৭/১৪৭)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন