পায়ে ধরে সালাম দেওয়ার হুকুম
প্রশ্নঃ ২৬০৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পায়ে ধরে সালাম দেওয়া জায়েজ নয় কেন?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পায়ে ধরে সালাম দেওয়া জায়েজ নয়। কেননা, ইসলামে পা ধরে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামি পদ্ধতি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয় নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েয করেছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
السَّلَامُ قَبْلَ الْكَلَامِ
সবধরণের কথার আগে সালামের ব্যবহার হবে। (তিরমিযি ২৬৯৯)
অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لا تأذنوا لمن لا يبدأ بالسلام
যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করে না, তোমরা তাকে কথা বলার অনুমতি দিয়ো না। (মুসনাদ আবু ইয়া’লা ১৮০৯)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন