মুক্তাদির ভুলের কারণে সাহু সিজদা দিতে হবে কি?
প্রশ্নঃ ২৫০৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
যে ভুলের জন্য সাহু সেজদা করতে হয়, ওই ভুল যদি জামাতের সাথে নামাজ পড়ার সময় হয় তাহলে কি নিজেকে আলাদাভাবে সাহু সেজদা করতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إنَّما جُعِلَ الإمامُ ليؤتمَّ به
জামাতের নামাযে ইমাম হল অনুসরণের জন্য। (সুনানে ইবনে মাজাহ ১/৬১)
উক্ত হাদিস অনুপাতে যেহেতু নামাজের ক্ষেত্রে মুক্তাদী ইমামের অনুগত তাই ফকিহগণ বলেন,
وسهو المقتدى لا يوجب السهو
মুক্তাদীর ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না। (প্রাগুক্ত ৪৬৫)
সুতরাং প্রশ্নোক্ত সূরতেও মুক্তাদীর উপর সাহু সিজদা ওয়াজিব হবে না। তবে মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া রাকাত আদায় করার সময় যদি কোন কারণে সাহু সিজদা ওয়াজিব হয় তাহলে সাহু সিজদা দিতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন