আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গরু-ছাগলের প্রচলিত বর্গা পদ্ধতি

প্রশ্নঃ ২৪৯১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমাদের গ্রামে গরু বর্গা দেয় এই ভাবে যে, আমি গরু ক্রয় করে কোন একজনকে লাালনপালন করতে দিলাম, আর সে গরু লালনপালন করবে, আর গরু বিক্রি করার পরে আমি যত টাকা দিয়ে গরু ক্রয় করেছি নিয়ে যাবো, লাভের অংশ দোনোজনে সমান ভাগে নিয়ে যাবো। এখন এভাবে গরু বর্গা দেওয়া জায়েজ আছে কিনা? জানালে কৃতজ্ঞ হবো।

২২ ডিসেম্বর, ২০২৪
রায়পুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রশ্নোক্ত গরু বর্গা পদ্ধতিটি শরীয়তসম্মত নয়। তাই উক্ত পন্থায় কেউ গরু বর্গা দিয়ে থাকলে তাতে যদি লাভ আসে বা বর্গা দেওয়া গরু বাচ্চা দেয় তাহলে তা মূল মালিকেরই হবে। আর যে গরু পালবে সে শুধু গরুর খরচ এবং তার পারিশ্রমিক পাবে। (আলমুহীতুল বুরহানী ৮/৩৯৯; রদ্দুল মুহতার ৪/৩২৭; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৩৫ মাসিক আলকাউসার উত্তর নং ৩৯০০)
উক্ত পদ্ধতিকে বৈধ করার জন্য এভাবে করা যেতে পারে যে, যে পশুটি বর্গা দিতে চাচ্ছে, একটি নামমাত্র দাম ধরে যার কাছে বর্গা দিতে চাচ্ছে তার কাছে অর্ধেক পশুটি বিক্রি করে দিবে। আর যে টাকাটি বিক্রি হিসেবে মালিক পেল তা এক বা দুই বছর নির্ধারিত করে লালন পালনের মুজুরী হিসেবে পশু গ্রহিতাকে প্রদান করবে। এখন উভয়ে উক্ত পশুটির অর্ধেক অর্ধেক মালিক। সে হিসেবে পশুটির বাচ্চা ও দুধ ইত্যাদি সমান সমান ভোগ করতে পারবে। শরয়ী কোন সমস্যা এতে নেই।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন