আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পরপুরুষকে সালাম দেওয়া যাবে কি?

প্রশ্নঃ ২৪২৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন নারীর কি বেগানা পুরুষকে সালাম দেয়া জায়েজ হবে?

১৫ নভেম্বর, ২০২২
ঢাকা ১২১২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় প্রশ্নকারী বোন, বৃদ্ধা মহিলা পরপুরুষকে সালাম দিতে পারবে। অনুরূপভাবে সালামের উত্তরও দিতে পারবে। কিন্তু যুবতী/তরুণী কিংবা পরপুরুষের কাছে আকর্ষণীয় এমন নারী পরপুরুষকে সালাম দেয়া কিংবা সালামের উত্তর পরপুরুষকে শুনিয়ে দেয়া থেকে বিরত থাকা উত্তম। কেননা, এতে ফেতনার আশংকা আছে। (দারুল ইফতা, জামেয়া বিন্নুরী টাউন, ফতোয়া নং ১৪৪০০১২০০২৬০)
ইমাম বুখারী রহ. সহিহ বুখারিতে একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছেন–‘পুরুষ নারীকে এবং নারী পুরুষকে সালাম দেয়া’। উক্ত শিরনামের ব্যাখ্যায় হাফেজ ইবনু হাজার আসকালানি রহ. বলেন,
والمراد بجوازه أن يكون عند أمن الفتنة
জায়েয তখন হবে যখন ফেতনা থেকে নিরাপদ হবে। (ফাতহুল বারী ১১/৩৬)
ইমাম নববী রহ. বলেন,
وإن كانت أجنبية يخاف الافتتان بها لم يسلم الرجل عليها ، ولو سلم لم يجز لها رد الجواب ، ولم تسلم هي عليه ابتداء ، فإن سلمت لم تستحق جواباً
যদি পরনারী এমন হয় যে ,ফিতনার আশঙ্কা আছে তাহলে পুরুষ তাকে সালাম দিবে না। যদি সে সালাম দিয়ে দেয় তাহলে মহিলা উত্তর দিবে না। আর নারী পরপুরুষকে আগে সালাম দিবে না। যদি সে সালাম দিয়ে দেয় তাহলে সে উত্তর পাওয়ার উপযুক্ত হবে না। (আলাযকার ৪০৭)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৭১৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
জনাব যদি এখানে ২ ব্যাক্তি একত্রিত হয়েছে এবং তারা একে অপরকে সালাম দিচ্ছে মূলত তাদের ২ জনের
মধ্যে আমি হলাম ওপর কেউ, এখন আমার প্রশ্ন হলো তারা যে একে অপরকে সালাম দিল সেই সালামের জবাব কী আমাকে দেওয়া লাগবে?
যেমন আমি ক্লাসে যাওয়ার পর স্যার যখন ক্লাসে আসেন তখন সবাই সালাম দেয় স্যার কে, এখন আমাকে কী ঐ সালামের ও জবাব দেওয়া লাগবে যা ওরা সবাইমিলে স্যার কে দিয়েছে, যেমন আমার আব্বু কল দিছেন আম্মু কল রিসিব করে সালাম দিছেন পাশে আমি ছিলাম এতে এর জবাব দেওয়া আমার ওপর ওয়াজিব হবে


২শায়খ যদি রোজা অবস্থায় হাতের তালুর একটা অংশ আমার জিহবার আগাতে একটু লাগে এবং তা একটু লবনাক্ত হয়, হাত ঘামার কারনে, আর আমি যদি তখন থুথু না ফেলে থুথু খেয়ে ফেলি তখন আমার রোজার কোনো ক্ষতি হবে কী,

রমজানে রমজান সম্পর্কীত প্রশ্ন করার কথা কিন্তু শায়খ ১ ম প্রশ্নটির জন্য আমি শান্তি তে থাকতে পারছিনা, দয়া করে আমার ২ টি প্রশ্নের উত্তর দিয়ে, আমাকে মুক্তি করবেন,
জাযাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২০ এপ্রিল, ২০২২
WW৩৯+MJW