প্রশ্নঃ ২৩৪০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়খ আমার বাবা ভাই প্রবাসী। আমি একজন মেয়ে। আমার বাডি গ্রামে বাডিতে আমি আর আমার মা থাকি। বাসায় যখন গায়রে মাহরাম আত্নীয়, প্রতিবেশি আশে তখন কিভাবে মেহমান দারি করবো।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
মেহমানের খাতিরে পর্দা লঙ্ঘন করা জায়েজ নাই। প্রশ্নোক্ত পরিস্থিতিতে প্রথমত বাড়িতে কোনো পুরুষ না থাকলে ননমাহরাম পুরুষ মেহমানকে না আসতে উৎসাহিত করুন। কেননা মেহমানদারী করা সুন্নত কিন্তু পর্দা করা ফরজ। ফরজ তরক করে সুন্নত পালন করা বোকামী বৈ কি?
দ্বিতীয়ত: যদি সেটা সম্ভব না হয় তাহলে নিশ্চয় যিনি এসেছেন তিনি আপনার মাহরাম না হলেও আপনার মায়ের মাহরাম! তাহলে আপনার মা-ই তার সামনে যাবেন আপনি সামনে যাবেন না কিংবা তাকেও আপনার সামনে আসতে দিবেন না।
তৃতীয়ত: যদি আগত মেহমান আপনাদের উভয়েরই ননমাহরাম হয় এবং তাহলে পর্দার আড়াল থেকে একান্ত প্রয়োজনীয় কথাগুলো সেরে প্রতিবেশী কোনো নাবালক ছেলেকে দিয়ে মেহমানের সামনে খাবার পেশ করুন।এভাবে করলে আত্মীয়স্বজনের মহলে আপনাদের পর্দা পালনের গুরুত্ব ফোঁটে উঠবে ফলে ননমাহরাম অতিথীগণও সতর্ক হবেন। শেষোক্ত পদ্ধতিতে আমাদের সামাজিকতায় হয়তো ছোট করে দেখবে কিন্তু যেই সামাজিকতা আমাকে আল্লাহর বিধান পালনে বাঁধা দেয় সেই সামাজিকতা পরিহার্য্য ।
চতুর্থত: খাবার ঘরে/টেবিলে/দস্তরখানে খাবার প্রস্তুত নিজেরা সেখান থেকে সরে গিয়ে মেহমানকে ইশারায় খাবারে আমন্ত্রন জানানো।
মোট কথা ননমাহরামের সামনে যাওয়া যাবে না এটাই চুড়ান্ত বিধান। এবার পদ্ধতি আপনাকেই বেছে নিতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন