প্রশ্নঃ ২৩১৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমাদের জিবন সঙ্গি কি তাকদিরে লিপিবদ্ধ করা হয়েছে?না আমাদের দোয়া র কারনে পরিবর্তন করা হয় ''
''আমি ইস্তেহাযা গ্যস্থ মহিলা আমি আমল করতে চাই আমাকে এমন আমল বলেন যা এর মাধ্যমে আল্লাহ শিবা দান করেন?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা মানুষের সৃষ্টির বহু বছর পূর্বেই তাকদীর নির্ধারণ করে রেখেছেন। কে কি খাবে? কোথায় খাবে? কার বিবাহ কার সঙ্গে হবে? এইসব নির্ধারিত রয়েছে।
তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ রয়েছে, দুয়ার দ্বারা আল্লাহর ফায়সালা পরিবর্তন হয়।
لا يرد القضاء إلا الدعاء ولا يزيد في العمر إلا البر " .
আপনি যেহেতু জানেন না, আপনার জীবনসঙ্গী কাকে করা হয়েছে, সুতরাং উত্তম জীবনসঙ্গী চেয়ে আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া করুন। আল্লাহ তাআলা উত্তম সঙ্গী মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ।
নামাজের শেষ বৈঠকে সালাম এর পূর্বে অথবা সালামের পর পড়ুন।
رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
‘হে আমাদের প্রতিপালক ! আমাদের জন্যে এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যারা হবে আমাদের জন্যে নয়নপ্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্যে অনুসরণযোগ্য।
—আল ফুরকান - ৭৪
=======
অতিরিক্ত রক্তস্রাব ইস্তিহাযা থেকে পরিত্রাণের জন্য কোন আল্লাহ ওয়ালা মুত্তাকী আলেমের কাছ থেকে পানি পড়া নিয়ে সেবন করুন। ইনশাআল্লাহ ফায়দা হবে।
প্রতিদিন ফজরের সুন্নত পড়ে ফজরের নামাজের আগেই ৪০ বার সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ পড়ুন। পানিতে দম করুন। এভাবে টানা ৪০ দিন করতে থাকুন এবং দিনে রাতে সব সময় নিয়মিত এই পানি থেকে সেবন করুন।
---
আগে পরে তিনবার তিনবার দুরুদ শরীফ এবং নিম্নোক্ত আয়াত পড়ে পানিতে দম করে সেবন করুন।
وَقِیۡلَ یٰۤاَرۡضُ ابۡلَعِیۡ مَآءَکِ وَیٰسَمَآءُ اَقۡلِعِیۡ وَغِیۡضَ الۡمَآءُ وَقُضِیَ الۡاَمۡرُ وَاسۡتَوَتۡ عَلَی الۡجُوۡدِیِّ وَقِیۡلَ بُعۡدًا لِّلۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
এবং হুকুম দেওয়া হল, হে ভূমি! তুমি নিজ পানি গ্রাস করে নাও এবং হে আকাশ! তুমি ক্ষান্ত হও। সুতরাং পানি নেমে গেল এবং বিষয়টি চুকিয়ে দেওয়া হল। আর নৌকা জুদী পাহাড়ে এসে থেমে গেল এবং বলে দেওয়া হল, ধ্বংস সেই সম্প্রদায়ের জন্য, যারা জালিম!
—হুদ - ৪৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন