মাহরাম ছাড়া ফিল্ড গবেষণার জন্য সফর
প্রশ্নঃ ২২৮০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভার্সিটি থেকে ক্লাসের সবাইকে (৩০+ জন) ফিল্ড গবেষণার জন্য ঢাকা থেকে টাঙ্গাইল নিয়ে যাবে। এতে একত্রে ছেলে মেয়ে শিক্ষার্থী, শিক্ষক যাবেন। এখন সফরের বিধান অনুসারে একজন মেয়ে শিক্ষার্থীর যাওয়া উচিত হবে কি? মাহরাম ব্যতীত যাওয়া কি বৈধ হবে? উক্ত পরিস্থিতি কি করণীয় বা কি করা উত্তম?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
শরীয়তের বিধান মতে মহিলাদের জন্য তার মাহরাম পুরুষ ব্যতীত ৪৮ মাইল (৭৮ কি. মি. প্রায়) বা তারচে বেশী দূরত্বে সফর করা জায়েয নাই। আর নন মাহরামের সাথে সফর করা মারাত্মক গুনাহ।হাদীস শরীফে মাহরাম ব্যতীত নারীদের সফরের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। -বুখারী শরীফ হা: নং১০৮৬,ফাতাওয়া হিন্দিয়া ১/১৪২।
হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন,রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন,
لا يحل لإمرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر سفرا يكون ثلاثة أيام فصاعدا إلا ومعها أبوها أو ابنها أو زوجها أو أخوها أو ذو محرم منها
আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে এমন কোন মহিলার জন্য জায়েজ নয়, তিন দিন বা এর চেয়ে অধিক দিনের সফর করে অথচ তার সাথে তার পিতা, তার ছেলে, বা তার স্বামী বা তার ভাই কিংবা কোন মাহরাম না থাকে। {সহীহ মুসলিম, হাদীস নং-৪২৩}
কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রেও আপনার জন্য নন মাহরামের সাথে সফর করা জায়েজ হবে না। বরং আপনার জন্য আবশ্যক হলো যদি “ফিল্ড গবেষণার জন্য” যেতেই হয় তাহলে সাথে আপনার একজন মাহরাম (ভাই, বাবা, চাচা, মামা, বিবাহিত হলে স্বামী) নিয়ে যাবেন। সেটা হতে পারে ভার্সিটির গাড়িতে কিংবা আপনারা আলাদা বাহনে গিয়ে আপনি আপনার ফিল্ড গবেষণার কাজে অংশগ্রহন করবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন