আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২২২৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাত ুল্লাহ, বিয়া না করলে কি ইসলাম এর মধ্যে থাকা যায়

৪ সেপ্টেম্বর, ২০২২
West Bengal ৭৪৩৫১৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





বিবাহের শরঈ বিধান জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

রেফারেন্স উত্তর :

প্রশ্নঃ ৯২৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিয়ের শরয়ি বিষয়ে জানতে চাই?

৯ অক্টোবর, ২০২১
ময়মনসিংহ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






✓ শারীরিক সক্ষমতা এবং আর্থিক সঙ্গতি থাকলে বিবাহ করা সুন্নত।

✓ আর যদি শারীরিক চাহিদা মাত্রাতিরিক্ত হয়, যার ফলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা হয়, সে ক্ষেত্রে আর্থিক সঙ্গতি থাকলে বিবাহ করা ওয়াজিব।

✓ শারীরিক সক্ষমতা রয়েছে আর্থিক সঙ্গতি নেই, সেক্ষেত্রে রোযা রেখে শরীরের চাহিদা কমানো উচিত।

✓ শারীরিক সক্ষমতা না থাকলে বিবাহ করে সঙ্গিনীর হক নষ্ট করা জায়েয নয়। চিকিৎসা করে আগে নিজেকে সুস্থ করে নেবে। তারপর বিবাহের চিন্তা করবে।

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي وَتَزَوَّجُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ الْأُمَمَ وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ

আয়িশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বিবাহ করা আমার সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাত মুতাবিক কাজ করলো না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিবাহ কর, কেননা আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করবো।
অতএব যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে এবং যার সামর্থ্য নেই সে যেন সিয়াম রাখে। কারন সাওম তার জন্য জৈবিক উত্তেজনা প্রশমনকারী।
—সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৮৪৬

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন