প্রশ্নঃ ২২০৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
786 মানে কি????
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
“786″ হল “বিসমিল্লাহ আল–রহমান আল–রহিম” অক্ষরের মোট মান। আরবি ভাষায় বর্ণ সাজানোর দুটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হল সবচেয়ে সাধারণ পদ্ধতি যা বর্ণানুক্রমিক পদ্ধতি (alphabetical method) হিসাবে পরিচিত।
ভারতীয় উপমহাদেশে, আবজাদ সংখ্যাটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিছু লোক, বেশিরভাগ ভারত এবং পাকিস্তানে, বিসমিল্লাহর বিকল্প হিসাবে 786 ব্যবহার করে। তারা সাধারণ কাগজে আল্লাহর নাম বা কোরআনের আয়াত না লেখার জন্য এই নম্বরটি লিখে।
তবে মনে রাখতে হবে,
যেসব ক্ষেত্রে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লেখা মাসনূন বা মুস্তাহাব সেসব ক্ষেত্রে অনেকেই ‘৭৮৬’ লিখে থাকে। কারো ধারণা আছে যে, এই সংখ্যাগুলো লিখলে বা উচ্চারণ করলে ‘বিসমিল্লাহ’ লেখার বা বলার কাজ হয়ে যায়। এটা একটা ভুল ধারণা এবং এই অংকটাকেই বিসমিল্লাহর বিকল্প মনে করা সম্পূর্ণ ভুল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন