প্রশ্নঃ ২১৪৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সহবাস করার দোওয়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্ত্রী সহবাসের দোয়া – একটি অনন্য ইবাদত। ইসলামি দাম্পত্য জীবন কেবল ইহজাগতিক ভোগ বিলাস ও প্রবৃত্তি কেন্দ্রীক নয়।
ইসলামের প্রত্যেক বিধি নিষেধের মূলে বিবেচ্য থাকে ইহকালীন কল্যাণ। সামাজিক সুশৃঙ্খলা। স্বাস্থ্য ও শয়তানি অনিষ্ট থেকে নিরাপত্তা।
সেই সাথে তা পরকালীন মুক্তি ও পুরস্কার লাভেম মাধ্যম। এ সব কিছু বিবেচনায় সহবাসের দোয়া খুবই গুরুত্ববহ।
স্ত্রী সহবাসের দোয়া – উচ্চারণ ও বাংলা অনুবাদ
بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
অনুবাদ – আল্লাহ তায়ালার নামে শুরু। হে আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। ( সহিহ বুখারি – ১৪১ )
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন