আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সর্বোচ্চ কতটুকু দূরত্বে গিয়ে জুমা আদায় করা ফরজ?

প্রশ্নঃ ২১৩৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, amra orissai kaj kori amra 12 jon thaki. amader akhane kono majjid nai. to amra sukrobar rome ba basai jumma salat phorbo? na johorer salat amra 5 okto salat phori.

২৩ আগস্ট, ২০২৫
ওড়িশা ৭৬৮২১২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


খুব কাছাকাছি মসজিদ না থাকলেও দূরের মসজিদে গিয়ে জুমা আদায় করতে হবে। যতটুকু দূরে পায়ে হেঁটে গিয়ে জুমা আদায় করে আবার পায়ে হেঁটে সন্ধ্যার আগে ফিরে আসা সহজেই সম্ভব ততটুকু দূরের মসজিদে গিয়ে হলেও জুমা আদায় করতে হবে।

وَيَلْحَقُ بِالْمِصْرِ ضَاحِيَتُهُ أَوْ فِنَاؤُهُ، وَضَوَاحِي الْمِصْرِ هِيَ الْقُرَى الْمُنْتَشِرَةُ مِنْ حَوْلِهِ وَالْمُتَّصِلَةُ بِهِ وَالْمَعْدُودَةُ مِنْ مَصَالِحِهِ، بِشَرْطِ أَنْ يَكُونَ بَيْنَهَا وَبَيْنَهُ مِنَ الْقُرْبِ مَا يُمَكِّنُ أَهْلَهَا مِنْ حُضُورِ الْجُمُعَةِ، ثُمَّ الرُّجُوعِ إِلَى مَنَازِلِهِمْ فِي نَفْسِ الْيَوْمِ بِدُونِ تَكَلُّفٍ (2) .
— আল মাওসূআ আল ফিকহিয়্যাহ

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন