প্রশ্নঃ ২০৯০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকু
আমি জেনারেল লায়নে পড়াশুনা করা ছাএী। বতমানে আমি ডিগ্রি ১ ম বষের ছাএী। দীনী বুজ আশার পর থেকে চেষ্টা করছি ইসলাম প্রেকটিস করতে।
প্রশ্ন ১ বিবাহের জন্য মেয়ে দেখতে ছেলের পরিবার থেকে কে কে আসতে পারবে?
তাদের সামনে আমাকে কতটুকু পদা করতে হবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহের পূর্বে কনে দেখা ইসলামে পছন্দনীয়। তবে এক্ষেত্রে শরিয়তের বিধিমালা লক্ষ্য রাখা উচিত। সুতরাং বিবাহের ছেলে এবং ছেলের পরিবারের মহিলা সদস্যগণ মেয়েকে দেখতে পারবেন। আর ছেলে তার হবু স্ত্রীর চেহরা, হাত এবং পা দেখতে পারবেন, এর অতিরিক্ত নয়।
আবু হুরায়রা (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলল, আমি আনছারদের এক মেয়েকে বিবাহ করতে ইচ্ছুক। তিনি বললেন, তুমি তাকে প্রথমে দেখে নাও। কারণ আনছার মহিলাদের চোখে দোষ থাকে (মুসলিম হা/১৪২৪, মিশকাত হা/৩০৯৮ ‘বিবাহ’ অধ্যায় ‘পাত্রীকে দেখা’ অনুচ্ছেদ)। রাসূল (ছাঃ) বলেন, তোমরা বিবাহের জন্য উপযুক্ত পাত্রী নির্বাচন কর (ইবনু মাজাহ হা/১৯৬৮; ছহীহাহ হা/১০৬৭)। তিনি আরো বলেন, যখন তোমাদের কেউ কোন পাত্রীকে প্রস্তাব দিবে সম্ভব হ’লে সে যেন পাত্রীকে দেখে। যা বিবাহের জন্য সহায়ক হবে (আবুদাউদ হা/২০৮২; মিশকাত হা/৩১০৬; ছহীহাহ হা/৯৯)। অন্য বর্ণনায় রয়েছে, রাসূল (ছাঃ) বলেন, পাত্রী দর্শনে পরস্পরে মহববত সৃষ্টি হয়’ (ইবনু মাজাহ হা/১৮৬৫; মিশকাত হা/৩১০৭; ছহীহাহ হা/৯৬)।
স্মর্তব্য যে, বিবাহের পর স্ত্রীকে স্বামীর ভাই, চাচা, মামা, ভগ্নিপতি সহ অন্যান্য গায়ের মাহরাম পুরুষ থেকে অবশ্যই পর্দা করতে হবে (নূর ২৪/৩১; মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৩১০২)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন