খুশির খবরে শুকরিয়াস্বরূপ মিষ্টি খেতে চাওয়া কি জায়েজ?
প্রশ্নঃ ২০৬৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চারিদিকে দেখা যায় যে কেউ পরীক্ষায় পাস করলে কারোর বাচ্চা হলে কিংবা কেউ বিয়ে করলে সবাই মিষ্টি খেতে চায় এগুলা কি ঠিক। যেমন আমি এক কোম্পানিতে কাজ করে এখানে কেউ বিয়ে করলে কিংবা কারোর বাচ্চা হলে কিংবা কেউ পরীক্ষায় পাস করলে সবাই মিষ্টি খেতে চায়। এই বিষয়টি মিষ্টি খাওয়ানো ঠিক? আবার এলাকার মানুষরা ও মিষ্টি খেতে চাই এই মিষ্টি খাওয়ানো কি ঠিক হবে। দয়া করে আপনাদের কাছ থেকে সঠিক উত্তরটি আশা করছি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
খুশির খবরে শুকরিয়াস্বরূপ আল্লাহর পথে সদকা করার একাধিক হাদিস পাওয়া যায়। সাহাবী হযরত কাব বিন মালেক রা. তাঁর তাওবা কবুলের সংবাদ পেয়ে সিজদাবনত হয়েছেন এবং তাঁর সম্পদ আল্লাহর রাস্তায় রাসুলুল্লাহ সা. এর খেদমতে পেশ করেছিলেন। (বুখারি, হাদিস : ৪৪১৮)
কেউ যদি খুশির কারণে, অন্যদের চাওয়ার ভিত্তিতে কিংবা সেচ্ছাপ্রনোদিত হয়ে সন্তুষ্টচিত্তে মিষ্টি বা এ জাতীয় কোনো খাবার খাওয়ায় তাহলে এতে শরঈ কোনো বাঁধা নেই।
তবে আমাদের সমাজের প্রচলিত পদ্ধতি শরীয়তসম্মত নয়। এখানে বিষয়টা অনেকাংশই জবরদস্তিমূলক এবং প্রথাগত। এর ফলে যিনি সামর্থবান নন তার জন্য বিষয়টি বোঝা হয়ে দাঁড়ায়। এটা কিছুতেই কাম্য নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন