প্রশ্নঃ ১৯৮৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
যদি প্রতি রাতে এমন হয় স্ত্রী রাতে ঘুমিয়ে থাকে এবং সামী স্ত্রি কে সহবাস করার জন্য ঘুমের মাঝে গায়ে হাত দেয় ঘুম থেকে উঠানর চেস্টা করে তখন স্ত্রি জদি জিদ দেখায় তাহলে কি গুনাহ হবে? সামি কারন বাদে রাত জাগে। এবং গভির রাতে এম্নটা করে। স্ত্রির করনিয় টা কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্ত্রীর জন্য শরিয়তের আদেশ হলো স্ত্রীকে যখন স্বামী আহবান জানাবে তখনই স্ত্রী সাড়া দিবে। যদি শরয়ী বা শারীরিক কোন সমস্যা না থাকে।
তবে স্বামীকেও স্ত্রীর অবস্থার প্রতি খেয়াল রাখা উচিত, জাযাকুমুল্লাহ
সুনানে আবু দাউদ
হাদিস নং- ২১৩৮
পরিচ্ছেদ: ১৩৫. স্ত্রীর উপর স্বামীর হক (অধিকার)।
২১৩৮. মুহাম্মাদ ইবনে আমর ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন কোন ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় (সহবাসের জন্য) আহবান করে, আর সে (স্ত্রী) তার নিকট গমন না করে, যার ফলে সে (স্বামী) রাগান্বিত অবস্থায় রাত কাটায়, ঐ স্ত্রীলোকের উপর ফেরেশতাগণ সকাল পর্যন্ত অভিসম্পাত করতে থাকেন।
باب فِي حَقِّ الزَّوْجِ عَلَى الْمَرْأَةِ
حدثنا محمد بن عمرو الرازي، حدثنا جرير، عن الأعمش، عن أبي حازم، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فلم تأته فبات غضبان عليها لعنتها الملائك
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন