আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৯৮২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মা বাবা আমাকে কিছু অর্থ ইসলামিক ব্যাংক এ ডিপোজিট করে দিয়েছেন বলেছেন এর লাভ আমার প্রয়োজনে খরচের কথা বলেছেন কিন্তু মূল টাকার ব্যাপারে অখনো ওনাদের মত ছাড়া খরচ করতে অনুমতি দেন নি ।আমার স্বামীর ইনকাম দিয়া আমাদের সংসার চলেনা আখন আমি জানতে চাচ্ছি যে আমি এই ইনকাম এর টাকা সমীর সংসারে খরচ করলে গুনাহ হবে সুদ খাবার।আমি আমার শশুর বাড়ী থেকে আলাদা থাকি ।অনেকে বলে যেহেতু সংসারের দায়িত্ব তোমার না সমীর সেখানে গুনাহ হবেনা ।আমাকে সঠিক মাসায়েলটা জানাবেন দয়া করে

২৮ জুন, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




ফিক্সড ডিপোজিট ও সেভিংস একাউন্টে টাকা রাখা এবং তার থেকে লভ্যাংশ নেয়া জায়েজ নেই। কারণ এই উভয় প্রকার একাউন্ট হোল্ডারদেরকে ব্যাংক কর্তৃক মুনাফা প্রদান করা হয় এবং এই উভয় একাউন্টে গচ্ছিত টাকা উম্মতের ঐক্যমতে করজের হুকুমে। আর করজের বিনিময়ে লাভ হাসিল করা শরীয়তে সূদ। অতএব ব্যাংক একাউন্ট হোল্ডারদেরকে মূল টাকার অতিরিক্ত যে টাকাই প্রদান করবে তা স্পষ্ট সূদ হবে। আর সূদ বৈধ হওয়ার কোন সুরত নেই।

সুতরাং যে ব্যক্তি উল্লেখিত একাউন্টে টাকা রাখবে সে ব্যাংকের সাথে হারাম লেন-দেনে শরীক হয়ে যাবে। এ কারণে কোন মুসলমানের জন্য এই দুই প্রকার (সেভিংস এবং ফিক্সড ডিপোজিট) একাউন্টে টাকা রাখা জায়িয নেই । কেউ রেখে থাকলে সুযোগ থাকলে সে একাউন্ট পরিবর্তন করে চলতি হিসাব খুলে সেখানে টাকা রাখবে। আর যদি কোন কারণে চলতি হিসাব খুলতে অপারগ হয় এবং জান ও মালের নিরাপত্তার জন্য সেভিংস একাউন্ট খুলতে বা জারী রাখতে বাধ্য হয়, তাহলে সে ইস্থিগফার করতে থাকবে এবং ঐ একাউন্টে যে সূদ আসবে তা সাওয়াবের নিয়ত ছাড়া মিসকিনদেরকে বা মসজিদ মাদরাসার বাথরুম নির্মাণের জন্য (কর্তৃপক্ষকে জানিয়ে) দিয়ে দিবে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন