আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্ত্রী সহবাসে অনাগ্রহী

প্রশ্নঃ ১৮৯৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো, কোনো হাসবেন্ড তার স্ত্রী কে সহবাস এর জন্য ডাকে, আর স্ত্রী তার ডাকে সাড়া না দেয়,তাহলে ওই স্ত্রীর উপর ফেরেস্তারা সারারাত লা'নত করতে থাকে।তো এই হুকুম টা কি হাসবেন্ড এর ক্ষেত্রে হবে? আশা করি বুঝতে পেরেছেন।

৭ জুলাই, ২০২৫
নারায়ণগঞ্জ ১৪০০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


দাম্পত্য সম্পর্ক এটা দ্বিপাক্ষিক সম্পর্ক। এখানে কোন কিছুতেই জবরদস্তি হওয়া উচিত নয়। তেমনি সহবাসের ক্ষেত্রেও। কোন নারী যেন সকল কিছু ঠিকঠাক থাকার পরও স্বামীর এই অধীকার আদায়ে ঢিলেমি না করে এজন্যই রাসুল সা. এই নির্দেশ দিয়েছেন। তাই বলে কোনো পূরুষকে এই অনুমতিও দেননি যে স্ত্রী না চাইলেও জোরপূর্বক তার সাথে সহবাস করতে কিংবা তাকে সহবাসে বাধ্য করতে। তবে কোনো নারী যদি অপ্রস্তুত থাকে তাকে আগে প্রস্তুত করে নিতে হবে।

এমনিভাবে যদি কোনো পুরুষ-ও অপ্রস্তুত থাকে (অসুস্থতা না থাকলে সাধারণত পুরুষের ক্ষেত্রে এমনটি হয় না) তাহলে নারীর জন্যও উচিত নয় জবরদস্তি করা। আলোচনা এবং আদান-প্রদানের মাধ্যমেই বিষয়গুলো সুরাহা করা আবশ্যক।
নিচের মাসয়ালাটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন