কথায় কথায় তালাকের হুমকি!!
প্রশ্নঃ ১৮৭২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় ভাই বিষয়টা হচ্ছে তালাকের,, মনে করেন কোন ঝগড়রার বা রাগ নিয়ে স্বামী স্ত্রীকে বলেন তোমার সাথে সম্পর্ক রাখব না, বা ডিভোর্স দিয়ে দিব,, ছেলেটা তার পরিবারের কাছে বললো এ-ই বউ রাখব না। পেচ ভাঙ্গার ব্যবস্তা কর, তারা রাজি না বউ তালাক দেওয়ার বিষয়ে।। এখন আমার কথায় কি বউ তালাক হয়ে গেছে।। যদি তালাক হয়ে যায় তবে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে কেউ মানবে না। এ-ই সমাজ মানবে না। এ-ই রাষ্ট্র মানবে না। এখন তার কি করনিও।।। আমার প্রশ্নটা ভালো ভাবে বুজে উত্তর দিবেন।। এ-ই আশায় ব্যত্ত করছি।।।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
তালাক কোনো ছেলে খেলা নয়। আবার এটা স্ত্রীকে ঘায়েল করার হাতিয়ারও নয়। বরং এটা শরিয়ত প্রদত্ত্ব দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার একটি স্পর্শকাতর ও বিশেষ প্রক্রিয়া। কজেই কথায় কথায় স্ত্রীকে তালাকের হুমকি দেওয়া শরীয়ত সম্মত নয়।
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রীর তালাক হবে না। (ফতোয়া উসমানি 2/345)
তবে তালাক অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই এজাতীয় শব্দ যেকোনোভাবে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। কেননা, তালাক-সংক্রান্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وَلا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُواً
আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না। (সূরা বাকারা ২৩১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন