আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নজর হেফাজত

প্রশ্নঃ ১৬৭৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নজর হেফাজত করতে চাই, এবং বাহিরে বেরোলে চেষ্টাও করি, কিন্তু যখন কোন মেয়ে সামনে চলে আসেতখন অটোমেটিক তার উপর নজর পড়ে যায়। তারপর যখন আবার নজর ফিরিয়ে আনি তখন দ্বিতীয় বার তার থেকে নজর ফিরিয়ে আনতে সক্ষম হইনা, এবং নিজেকে কন্ট্রোল করতে পারি না।অনুগ্রহ করে সু পরামর্শ দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো।

১৭ নভেম্বর, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সূরা নূর- এর ২৯ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন-
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
হে নবী! আপনি মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
উক্ত আয়াতের হুকুম সব সময় আপনার দিলে স্থির রাখুন, এটা ভাবতে থাকুন যে, আমি যাই করছি, যাই দেখছি, যাই ভাবছি সবকিছু সম্পর্কে আল্লাহ তায়ালা সম্মক অবগত আছেন। এটাকে বারবার মনে করতে থাকুন, যখনই কোনো নাজায়েজ বিষয়ের দিকে চোখ যায় তখনই উক্ত আয়াতের কথা খেয়াল করুন। এর ভয়াবতা দ্বিলে জাগ্রত করুন। এবং ভাবতে থাকুন যে, আল্লাহ তায়ালা এখনই এই বিষয়ে আমাকে নজর হেফাজত করতে আদেশ দিয়ে এই আয়াত নাজিল করছেন এবং আমাকে নজর হেফাজতের জন্য আদেশ দিচ্ছেন।

সাথে সাথে হক্কানী-রাব্বানী, সুন্নাতের উপর আমলকারী এমন একজন আলেমে দ্বীনকে নির্বাচন করুন, যার মধ্যে সাদেকীন এর (সত্যবাদিতার) গুণ রয়েছে। যিনি কোরআন-হাদিস সম্পর্কে পারদর্শী হওয়ার সাথে সাথে বর্তমান যুগ সম্পর্কেও সচেতন। যিনি উত্তম আখলাকের অধিকারি। যাকে দেখলে আপনার পরকালের কথা স্মরণ হয়। এমন একজন আলেমের সাথে সম্পর্ক গড়ে তুলুন। তার মজলিসে যাতায়াত করুন। তার সাথে সময় কাটানোর চেষ্টা করুন। তার লিখিত কোনো বই পুস্তক থাকলে সেগুলো অধ্যয়ন করুন। তার ইসলাহী বয়ানগুলো মনযোগসহকারে শ্রবণ করুন। আপনার ব্যক্তিগত সমস্যাগুলো থেকে শুরু করে সব বিষয়গুলো তার সাথে শেয়ার করুন। তার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। তার পরামর্শ অনুযায়ি জীবন
পরিচালনার চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মধ্যে গুনাহের প্রতি ঘৃণা জন্মাবে। অন্তরে আল্লাহ তায়ালার মুহাব্বত, জান্নাতের আশা, আজাবের ভয় এবং তার ভালোবাসা জাগ্রত হবে।আল্লাহ তায়ালা আমাকেও তাফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৪২৮৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ভাইয়া আমি ১৫ বছর বয়সী এক পথভ্রষ্ট ছেলে, আগে আল্লাহর আনুগত্য অনেক ছিল, জানতাম না বিয়ের আগের সম্পর্ক হারাম ভাবতাম যে শুধু ধরা ছোঁয়াই বোধ হয় গুনাহ, জেনেরাল ছাত্র বলে, সে রাগ হতো, আল্লাহ কে দোষারূপ করতাম, নামাজ ছাড়লাম, পরে বুঝতে পেরেও যে এটি হারাম, তাকে ছাড়তে পারিনি, নেশা করার পর যে নেশা খারাপ জানলাম ছাড়তে কষ্ট তো নিশ্চয়ই তবে চেষ্টা করি, আল্লাহর পথে একবার ফিরি, আবার ঘুরে যাই, আবার ফিরি আবার ঘুরে যাই, এভাবে চলতে থাকে, চোখের জেনাহে লিপ্ত হই, এই ছোট্ট বয়সে কত ধরনের ভয়ানক পাপ করি, আমি বলতেও ভয় করি, কাউকে শেয়ার ও করা যায়না, যদি আল্লাহ আরও ক্রুদ্ধ হন, আপনাকে বলাও যাবেনা আরও নাজানি কত পাপ করি, ধর্মে ফিরি আবার হারাই আবার ফিরি আবার হারাই, ভাই প্রকাশ্যে অগণিত পাপ করি, আমার অজ্ঞতার কারণে অন্যের কষ্টের কারণ হই, কত জুম্মা মিস করি, চুরি করি মিথ্যে বলি পাপে প্রেরণা দেই ঠকাই। তবে শেষ পর্যন্ত, হারাম সম্পর্ক শেষ করি, গানবাজনা ছাড়ারও চেষ্টাও করতেছি, সকল অসৎ সঙ্গ ত্যাগেরও চেষ্টা করছি তবে দুনিয়ার জীবন যেন আমায় ধাওয়া করছে এমন আর আগের মত করতে পারছিনা বোধ হয় মহান রব মহর মেরে দিয়েছেন অন্তরে, নামাজ পড়তেছি আর পড়তেছি, কিন্তু কেনো যেনো ইমান টা কোথায় হারিয়ে গিয়েছে, দুনিয়ার মহ আমায় পাগল করেছে কিছুই বুঝতেছিনা নাও এদিক নাও সেদিক। খুবই দিশেহারা আমি হুজুর, আমার মনে হয় আবার পাপ যখন আমার সামনে আসবে আমি নিজেকে হয়তো, ধরে রাখতে পারবনা, কিছুই ভাল্লাগেনা হুজুর, রবের কাছে ক্ষমা প্রার্থনাও লজ্জাজনক হয়ে গিয়েছে, আখিরি জবানা, আমি আমার জন্যে দুআ করেন হুজুর, বিশ্বাস, কোথায়? কিভাবে। রব কি উনার মহর আমার অন্তর থেকে আর তুলে নিবেন নাহ? কখনোই না? রবের কাছে জান্নাত নহে ঈমান ভিক্ষে চাই, তবে হয়তো কিছু বিষয় মুছে ফেলা যায়না। আমার জন্যে দুআ কইরেন হুজুর আর দয়া করে বলবেন আমি কিকরে আবার নিজের অন্তঃস্থ নফস কে হত্যা করবো কি করে আবার ঈমান সম্পূর্ণ করবো, কি করে অবিশ্বাসী মনকে সান্তনা দিবো? অনেক দিশেহারা হয়ে আপনাদের শরণাপন্ন হলাম, প্রশ্ন বড় আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাজাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৭ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা