পরীক্ষার কারণ রোজা কাজা করা!!
প্রশ্নঃ ১৬৫৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন এসএসি2022 পরীক্ষার্থী। প্রতিবারই ত্রিশটা রোযা রাখার চেষ্টা করি। কিন্তু, পরীক্ষা জুন মাসে। আর এইদিকে পড়ার চাপও প্রচুর। এমতাবস্থায় একদিন পরপর রোযা রাখলে কী হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রাপ্তবয়স্ক নারীপুরুষের জন্য রোজা রাখা আবশ্যক। একমাত্র শরঈ ওজর ছাড়া রোজা ভঙ্গ করা জায়েজ নাই।
সম্মানিত প্রশ্নকারী!
আপনি যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেটা হলো জাগতিক পরীক্ষা। এখানে উত্তীর্ণ হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে, দুনিয়ার পরীক্ষার তুলনায় আখেরাতের পরীক্ষা কতটা গুরুত্ব ও ঝুঁকিপূর্ণ? জাগতিক পরীক্ষায় তো একবার ফেল করলে দ্বিতীয়বার উত্তীর্ণ হওয়ার অবকাশ থাকে। কিন্তু আখেরাতের পরীক্ষায় কি একবার অকৃতকার্য হলে দ্বিতীয়বার কৃতকার্য হওয়ার অবকাশ আছে? নিশ্চয়ই নয়। কাজেই,
হে প্রিয়ভাই!
আখেরাতের কথা বিবেচনা করে সবগুলো রোখা রাখতে দৃঢ় প্রত্যয়ী হোন। যে আখেরাতের পরীক্ষার প্রস্তুতি গ্রহান করে আল্লাহ তায়ালা তাকে দুনিয়ার পরীক্ষায়ও সহজে সফল করে দিবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন