আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

শেয়ার বাজারে টাকা ইনভেস্ট / বিনিয়োগ করে উপার্জিত অর্থ কি হালাল হবে?

প্রশ্নঃ ১৬০৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ১.শেয়ার বাজারে বৈধ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ করে উপার্জিত অর্থ কি হালাল হবে?২.যেসব ক্লাসমেট/বন্ধুর বাবা ব্যাংকে চাকরি করে সেসব বন্ধুদের দাওয়াত/হাদিয়া কবুল করা যাবে কি অথবা বাসা থেকে আনা খাবার খাওয়া জায়েজ হবে কি?৩.আব্বু-আম্মুর দিকে তাকালে হজের নেকী হওয়ার বিষয়টা কি এমন যে-চোখের প্রতি পলকে পলকে(মানে ইচ্ছা করে দৃষ্টি সরিয়ে আবার তাকালে) হজের নেকী হবে?

২৪ আগস্ট, ২০২২
সাভার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





হালাল ও হারামের দৃষ্টিতে এ ব্যবসাটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। তাই এ থেকে বিরত থাকাই নিরাপদ।

শাইখুল ইসলাম মাওলানা মুহাম্মদ তাক্বী উসমানী দা.বা. হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ এর উদ্ধৃতিতে কয়েকটি শর্তে শেয়ারকে কমবেশি করে বিক্রি ব্যবসাকে জায়েজ বলেছেন। যথা-
১ কোম্পানীর মূল ব্যবসাটি হালাল হতে হবে। যেমন ঔষধ কোম্পানী, ইনষ্ট্রাকশন কোম্পানী ইত্যাদি।
২ মূল মূল্যের চেয়ে কমবেশি করে বিক্রি করার জন্য শর্ত হল, কোম্পানীর মূল সম্পদ শুধু টাকা হতে হবে না, বরং টাকার সাথে সাথে অন্যান্য সম্পদও থাকতে হবে। যেমন বিল্ডিং, জমি, মেশিন ইত্যাদি।
৩ যদিও মূল ব্যবসা হালাল, কিন্তু যদি উক্ত কোম্পানীতে কিছু সুদী বা হারাম লেনদেনও হয়, তবে খুবই কম। তাহলেও সেই সুদী ও হারাম লেনদেনের বিরুদ্ধে বার্ষিক সাধারণ সভায় প্রতিবাদ করবে এবং সংশোধনের জন্য বলবে।
৪ কোম্পানীর যতটুকু আয় সুদ থেকে হয়, তা হিসেবে করে বের করে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবে।
উপরোক্ত চারটি শর্ত সঠিকভাবে মান্য করলে শেয়ার ব্যবসা জায়েজ আছে।

তবে বর্তমানে শেয়ার বাজারে নানামুখী ধোঁকা, প্রতারণার বিস্তার রয়েছে। আর উপরোক্ত শর্তগুলো সঠিকভাবে পাওয়াও কঠিন। তা’ই এ ব্যবসার বিকল্প কোন ব্যবসায় জড়ানোই অধিক নিরাপদ এবং আমাদের পরামর্শও।

এ বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন-
১. ইসলাম ও আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি- মুফতি তাকি ওসমানি (পৃ: 83-110)
২. মাসিক আল কাউসার এপ্রিল ২০১০
সাক্ষাৎকার: হালাল-হারামের দৃষ্টিতে বর্তমান শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ -মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন