নামাজের অপেক্ষায় বসে থাকা
প্রশ্নঃ ১৪১২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকলে নামাজের সওয়াবের কথা হাদীসে আসছে, এখন কেউ যদি নামাজের অপেক্ষায় বসে না থেকে দাঁড়িয়ে থাকে তিনি কি হাদীস অনুযায়ী বসে থাকা ব্যক্তির ন্যায় সওয়াব পাবেন?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাজের পূর্বে ইমামের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হাদীসে নিষেধ রয়েছে। তাই নামাজের অপেক্ষায় মসজিদে এসে দাঁড়িয়ে অপেক্ষা করবে না। বরং বসে অপেক্ষা করলেই নামাজের সওয়াব পাবে ইনশাআল্লাহ।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْمُنْعِمِ، هُوَ صَاحِبُ السِّقَاءِ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، وَعَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِبِلاَلٍ " يَا بِلاَلُ إِذَا أَذَّنْتَ فَتَرَسَّلْ فِي أَذَانِكَ وَإِذَا أَقَمْتَ فَاحْدُرْ وَاجْعَلْ بَيْنَ أَذَانِكَ وَإِقَامَتِكَ قَدْرَ مَا يَفْرُغُ الآكِلُ مِنْ أَكْلِهِ وَالشَّارِبُ مِنْ شُرْبِهِ وَالْمُعْتَصِرُ إِذَا دَخَلَ لِقَضَاءِ حَاجَتِهِ وَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي " .
১৯৫. আহমদ ইবনুল হাসান (রাহঃ) ...... জাবির ইবনে আবিদল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) বিলাল (রাযিঃ) কে বলেছিলেন হে বিলাল যখন আযান দিবে তখন ধীর লয়ে দিবে আর তখন ইকামত দিবে তখন দ্রুত দিবে। আর তোমার আযান ও ইকামতের মাঝে এতটুকু সময় দিবে যে, পানাহারকারী তাঁর পানাহার এবং পায়খানা-প্রসাবকারী যেন তাঁর প্রয়োজন সমাধা করে নিতে পারে। আর আমাকে বের হতে না দেখা পর্যন্ত তোমরা নামাযের জন্য দাঁড়াবে না।
—জামে' তিরমিযী, ইফা নং ১৯৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন