আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩৩৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা মার নিষেধ করা সত্বেও কি প্রচলিত তাবলীগ জামাতে যাওয়া যাবে?

৬ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলিগের মেহনত অত্যন্ত মোবারক একটি মেহনত। যে-ই এর সাথে যুক্ত হয়েছে তার জীবনই পাল্টে গেছে। নিজে দ্বিন অনুযায়ী চলা এবং পরিবার অত্মীয়-স্বজনকে দ্বিনের ওপর উঠানোর ফিকির তৈরী হয়েছে। তবে ব্যক্তি বিশেষে কিছুটা ভিন্নতা তো থাকবেই। কাজেই প্রতিটি মুসলমানের জন্যই এই মুবারক জামাতে শরীক হতে চেষ্টা করা উচিত।
কোনো বাবা মা হয়তো না বুঝে কিংবা তাবলিগ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে যেতে বারণ করছে। প্রথম করণীয় হলো বাবা-মাকে সঠিত তথ্য প্রদান করা এবং তাবলিগে গেলে কি ফায়দা হবে সেটা তুলে ধরা। এরপর তাদের দোয়া সম্মতি নিয়েই তাবলিগে যাওয়া। এরপরও কোনো বাবা-মা যদি বিষয়টি না বোঝেন, নিজেরা সুস্থ্য সবল এবং সন্তানের সেবা-শুশ্রূষার মুখাপেক্ষী না হোন এবং প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও ছেলেকে তাবলিগে যেতে বারণ করেন তাহলে ওই ছেলের জন্য বাবা-মায়ের অনুমতি ছাড়া তাবলিগ জামাতসহ দ্বিনের সহিহ তরিকার যোকোনো কাজ করা জায়েজ আছে।
তবে বাবা-মায়ের বারণ করার যদি ভিন্ন কোনো কারণ থাকে তাহলে সেক্ষেত্রে এই বিধান অবশ্যই পরিবর্তণযোগ্য।

আল্লাহ তায়ালা এমন পিতা-মাতাকে সুমতি এবং দ্বিনের সহিহ বুঝ দান করুন। আমিন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৯৯৫১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমরা ৪বোন ১ভাই, ভাই সবার ছোট, বাবা মা বেচে আছেন আলহামদুলিল্লাহ, ৪বোনই বিবাহিতা, ভাই এখনো ছাত্র(২৬)।
আমাদের ঢাকায় একটি ৩তলা বাড়ি আছে, গ্রামে পাকা ১তলা বাড়ি আছে শহরে, এ ছাড়াও কিছু ধানী জমি আছে আমার বাবার। গ্রামে আমার ভাই এর নামে বাবা আলাদা জমি কিনে রেখেছেন। গ্রামের বাড়ির জমিসহ বর্তমান মূল্য ২কোটির মতো বার আরও বেশি। গ্রামের বাড়ির জমিতে চাচার অংশ আছে।
২০১৮ সালে আমার বাবা ঢাকার বাড়িটি আমার ভাইয়ের নামে হেবা আইন অনুযায়ী লিখে দেয় কিন্তু এই বিষয়ে কেউ কিছু জানে না এমনকি আমার ভাইও, আমি জেনেছি শুধু। আমার বাবা মা ওই বাড়িতেই থাকেন।
আমি জানতে চাচ্ছি,

১. আমার বাবা মা ভাইকে যে বাড়িটি লিখে দিয়েছেন তাতে আমরা বোনেরা কষ্ট পেয়েছি যে ওনারা আমাদের সমান চোখে দেখেননা আর আমাদের বঞ্চিত করেছেন। এতে করে আমার বাবা মায়ের কি কোন গুনাহ হবে? ইসলাম কি এমন দানকে সায় দেয়?

২. আমার ভাইয়ের হাতে মালিকানা হস্তান্তর হয়নি এখনো, যা বুঝলাম বাবা মা বেচে থাকতে তা হবে না। এমন দান কি বৈধ?

**আমাদের বাকি জমিগুলোতে কোন না কোন সমস্যা আছে যা আমাদের জীবদ্দশায় ভোগ করা বা মালিকানা ঠিক করা অসম্ভব বলতে গেলে। এই বাড়িটিতে কোন সমস্যা নেই শুধু।

ধন্যবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৪ জুলাই, ২০২২
ঢাকা