গরু দিয়ে আকিকা
প্রশ্নঃ ১৩১৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটি গরুতে কতো জনের আকিকা দেওয়া যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নাকরী!
আকীকার ক্ষেত্রে সুন্নাত হলো ছাগল, ভেড়া বা এজাতীয় পশু জবেহ করা। ছেলের জন্য দুটি আর মেয়ের জন্য একটি। তবে ছেলের জন্যও একটি দিয়ে আকিকা করলেও জায়েজ হয়ে যাবে।
গরু দিয়ে আকিকা:
রাসূলুল্লাহ সা. কিংবা সাহাবীগণ গরু দিয়ে আকীকা করেননি। তবে কুরবানীর ওপর কিয়াস করে ফোকাহায়ে কেরাম গরু দিয়েও আকীকা করাকে জায়েজ বলেছেন। সেক্ষেত্রে ছেলের আকিকায় দুইভাগ এবং মেয়ের আকিকায় একভাগ করে আকিকা করা যাবে। কেউ চাইলে একটি গরুতে সাত মেয়ের কিংবা তিন ছেলে এবং একমেয়ের আকিকা করতে পারবে।
اگر جانور چھوٹا ہے، مثلاً بکرا، بکری تو اس میں صرف ایک ہی نام کا عقیقہ ہوسکتا ہے اور اگر بڑا جانور ہے، مثلاً گائے بھینس وغیرہ تو اس میں سات نام آسکتے ہیں، قربانی اور عقیقہ دونوں کے احکام ایک ہی ہیں، اگر بڑے جانور میں لڑکے کا عقیقہ کریں تو تنہا ایک لڑکا دو حصہ گھیر لے گا، لہٰذا بڑے جانور میں صرف سات لڑکی یا تین لڑکے اور ایک لڑکی کا عقیقہ ہوسکتا ہے۔
https://darulifta-deoband.com/home/ur/qurbani-slaughtering/29534
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন