প্রশ্নঃ ১৩০৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।মুহতারাম
বাবা মা যদি পাএী দেখার উদ্দেশ্য এ গাইরে মাহরাম দের সামনে যেতে বাধ্য করে কি করনীয়।আর বিয়ের জন্য দীনদারিতার চেয়ে অর্থ কে প্রাধান্য দেয় তবে কি করবো।নিজের ও ভালো দীনের বুজ আগে ছিলো না। দীনের বুজ আসার পরে তো দীনদারী তা কে বেশি করে গুরুত্ব দেই। যদি বলতেন বিষয় গুলো
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহের জন্য পাত্র পাত্রী উভয়পক্ষের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়ে সবকিছু পছন্দ হয়ে বিবাহের জন্য উভয় পক্ষ আগ্রহী, এমতাবস্থায় পাত্রীকে এক নজর দেখে নেওয়া সুন্নত। সব কিছুর আগেই পাত্রী দেখার বিষয়টি যেভাবে আমাদের সমাজে প্রচলিত তা নিতান্তই গর্হিত।
পাত্রী দেখার মাসআলা হল, পাত্রীকে বিবাহের জন্য পরিপূর্ণ পছন্দ হলে বিবাহের পূর্বে শুধুমাত্র ছেলে পাত্রীর চেহারা ও দু'হাতের কব্জি পর্যন্ত এক দৃষ্টি দেখে নিতে পারবে।
ছেলে পক্ষের আরো অন্যান্য আত্মীয়-স্বজন কুরবানির গরুর হাটের গরুর মত মেয়েকে দেখা লজ্জাস্কর।
বিবাহের পূর্বে পরিবারের লোকেরা ছেলে পক্ষের গাইরে মাহরামদের সম্মুখে মেয়েকে প্রদর্শন করতে চাইলে মেয়ে নিজের পরিবারের মুরুব্বিদেরকে মাসআলা বুঝিয়ে বলতে হবে এবং নিজেও নিজের ইজ্জত আব্রু ও পর্দা রক্ষা করার বিষয়ে জোরালো ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা সাহায্য করবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন