মাযহাব কোনটি অনুসরণ করবো?
প্রশ্নঃ ১৩০৪১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছি। কিছু দিন আগে আমি এখান থেকে জানতে চেয়ে উত্তর পাই মাযহাব মানতে হবে। এখন আমি কোন মাযহাব মানব? আর কোন কোন বই পড়লে আমার মত জেনারেল লাইনের মানুষ সহজে বুঝবে কোন মাযহাব এর কি কি নিয়ম। একদম বিস্তারিত কোথায় পাবো যাতে আমি দৈনন্দিন জীবনে সব কিছু সেখানে পাব, সহীহ ইবাদত এর উপায় পাব এমন কিছু বই সাজেস্ট করবেন দয়া করে। ধন্যবাদ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাযহাব কোনটি অনুসরণ করবো?
এর উত্তর আমরা পবিত্র কুরআনে পরিস্কার ভাষায় দেখতে পাই-
ইরশাদ হচ্ছেঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ [٤:٥٩]
হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর,নির্দেশ মান্য কর রসূলের এবং “তোমাদের মধ্যে” যারা জ্ঞানী ও প্রাজ্ঞ তাদের। [সূরা নিসা-৫৯]
উক্ত আয়াতে খেয়াল করুন। আল্লাহ তাআলা ও রাসূল সাঃ এর অনুসরণের নির্দেশের পরেই নির্দেশ দেয়া হয়েছে “উলিল আমর” তথা বিচারক বা জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তিদের অনুসরণ করতে।
আল্লাহ ও নবীজী সাঃ এর বিধান বিশেষজ্ঞ জ্ঞানীদের বলা হয় মুজতাহিদ।
এখন প্রশ্ন হল, সারা বিশ্বে অসংখ্য মুজতাহিদ থাকতে পারে। ব্যক্তি কোন মুজতাহিদের অনুসরণ করবে?
আল্লাহ তাআলা এ প্রশ্নের সমাধান জানিয়ে দিয়েছেন আয়াতের “মিনকুম” শব্দ দ্বারা। এর অর্থ হল, তোমাদের মাঝের” তথা তোমাদের মাঝে, তোমাদের সমাজের, তোমাদের এলাকার যিনি মুজতাহিদ হবেন, তোমরা তার অনুসরণ করো। দূরের মুজতাহিদের অনুসরণের কথা বলেননি। অর্থাৎ যার থেকে ফায়দা হাসিল করা সম্ভব নয়, তাদের পিছনে ছুটতে বলা হয়নি। বরং যে মুজতাহিদের ইজতিহাদ পাওয়া যায়, সহজলভ্য, যে মুজতাহিদ নিজেদের এলাকায় থাকেন, সেই মুজতাহিদের অনুসরণ করার কথা পবিত্র কুরআনে পরিস্কার ভাষায় জানিয়ে দিয়ে আমাদের জন্য বিষয়টি সহজ করে দিয়েছেন।
এবার আমরা দেখি এ উপমহাদেশে কোন মুজতাহিদের ইজতিহাদ অনুপাতে ইসলাম আসার পর থেকে ইসলামের যাবতীয় মাসায়েল এসেছে?
নিশ্চয় হানাফী মাযহাবের।
যেদিন থেকে এ উপমহাদেশে ইসলাম নামক জান্নাতী ধর্ম প্রবেশ করেছে, সেদিন ইসলামের সাথে সাথে ইসলামের যেসব বিধানাবলী প্রবেশ করেছে, তা সবই হানাফী মাযহাবের ইমামের ইজতিহাদ অনুপাতে সুবিন্যস্ত কুরআন ও হাদীসের বিধানাবলী।
এ কারণে এ উপমহাদেশের মানুষ মাসায়েল নামায, রোযা, অজু, গোসল ইত্যাদি যাবতীয় মাসায়েলের সুনির্দিষ্ট মাসায়েলগুলো, ওয়াজিব, সুন্নাত, ভঙ্গের কারণ, মাকরূহাত ইত্যাদি সবই হানাফী মাযহাব অনুপাতেই জেনে আমল করে আসছে। এ উপমহাদেশে এ বিষয়ক অসংখ্য গবেষণাগার মাদরাসা প্রতিষ্ঠা লাভ করেছে। কুরআন ও হাদীসের সহীহ ব্যাখ্যা নির্ভর এ মাযহাব অনুসারী অসংখ্য শাইখুল হাদীস, মুহাদ্দিস, মুফতী, মুফাককিরে ইসলাম জন্ম নিয়েছেন। তারা আরো সুবিন্যস্তভাবে এ মাসায়েলগুলোকে মানুষর সামনে তুলে ধরেছেন। এখন একজন মানুষ ইচ্ছে করলেই দ্বীনের যেকোন মাসআলা সুনির্দিষ্ট হুকুমসহকারে আলেম উলামাদের কাছ থেকে জেনে আমল করতে পারে।
কিন্তু এ উপমহাদেশের কোথাও শাফেয়ী, হাম্বলী, মালেকী মাযহাবের মাদরাসা দেখা যায় না। দেখা যায় না, এসব মাযহাব বিশেষজ্ঞ শাইখুল হাদীস, মুফতীয়ানে কেরাম। দেখা যায় না ব্যাপক আকারে তাদের কোন কিতাব।
ফলে এ উপমহাদেশে কোন ব্যক্তি অন্য মাযহাব মানতে চাইলে, তার পক্ষে সেই মাযহাব অনুপাতে সকল মাসায়েল জানতে পারা সম্ভব নয়। কারণ না বিশেষজ্ঞ খুঁজে পাবে। না পর্যাপ্ত কিতাব।
এ কারণে সহজ সমাধান হল, যে এলাকায় যে মুজতাহিদের ইজতিহাদ অনুপাতে কুরআন ও হাদীসের মাসায়েল ইসলাম আসার পর থেকে আমলী সূত্রে এসেছে, উক্ত এলাকায় উক্ত মাযহাব অনুপাতেই ইসলামী শরীয়ত পালন করবে। তাহলে আর কোন ফিতনা ও বিভ্রান্তি থাকবে না।
এদিকেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে সুরা নিসার ৫৯ নাম্বার আয়াতে বলেছেন “মিনকুম” তথা তোমাদের মাঝের বিশেষজ্ঞকে অনুসরণ কর।
তাই উপমহাদেশে হানাফী মাযহাব, শ্রীলংকাতে শাফেয়ী মাযহাব, ও মক্কায় হাম্বলী ও মদীনার লোকেরা মালেকী মাযহাব অনুসরণ করে থাকে। এভাবে যে এলাকায় যে মাযহাবের অনুসারীরা দ্বীন এনেছে ও কুরআন-সুন্নাহ ভিত্তিক মাযহাবের আমল জারী হয়েছে, উক্ত এলাকায় সেই মাযহাবই মানবে। তাহলে আর কোন বিভ্রান্তি থাকবে না।
আর প্রশ্নকারী যেহেতু বাংলাদেশের অধিবাসী। তাই তিনি হানাফী মাযহাবের অনুসরণ করবেন। এটাই পবিত্র কুরআনের আয়াতের দাবী।
মাযহাবের ইমামদের লিখিত গ্রন্থাবলী
মাযহাবের ইমামগণ কুরআন ও হাদীসের মাসায়েলগুলো গবেষণা করে যা বের করেছেন, তা পরবর্তীতে তাদের ছাত্ররা কিতাব আকারে সংকলিত করেছেন। যেসবকে ইসলামী ফিক্বহ বলা হয়।
আর হাদীস নবীর হবার পরও সংকলক ইমাম বুখারী মুসলিম হবার কারণে যেমন সংকলনকারীর দিকে নিসবত করে বুখারীর হাদীস, মুসলিমের হাদীস বলা হয়, তেমনি ফিক্বহে ইসলামী সংকলকদের নামেও উক্ত ফিক্বহগুলোর নামকরণ করা হয়েছে। যেমন হানাফী ফিক্বহ, শাফেয়ী ফিক্বহ, হাম্বলী ফিক্বহ, মালেকী ফিক্বহ। যা ইসলামী লাইব্রেরীগুলোর দিকে দৃষ্টি দিলেই আপনার দৃষ্টিগোচর হবে।
মক্কা মদীনার বড় লাইব্রেরীগুলোর দিকে তাকালেই আপনার চোখে মাযহাবের ইমামদের সংকলিত ফিক্বহে ইসলামীর অসংখ্য কিতাব নজরে আসবে।
অন্ধ অনুসরণ!
প্রথমে অন্ধ অনুসরণের অর্থ বুঝে নিন।
অন্ধ ব্যক্তি আরেক অন্ধের পিছনে পিছনে চলার নাম হল অন্ধ অনুসরণ। কিন্তু অন্ধ কোন চক্ষুষমানের পিছু পিছু, তার হাত ধরে চলার নাম কিন্তু অন্ধ অনুসরণ নয়। একে বলা হবে চক্ষুষমানের অনুসরণ।
আপনি যদি বলেন, মুজতাহিদ তথা বিশেষজ্ঞ ব্যক্তির অনুসরণ করে দ্বীন মানাও অন্ধ অনুসরণ। তাহলে বলবোঃ
আপনি মুজতাহিদ না হলে, মুখে যতই বলেন, কারো অনুসরণ করবেন না, কিন্তু আপনি কারো না কারো অন্ধ অনুসরণ না করে দ্বীন মানতেই পারবেন না।
সহীহ, জঈফ, মুনকার, মুদাল্লাস, হাসান ইত্যাদি পরিভাষা আপনি মুহাদ্দিসদের অন্ধ অনুসরণ ছাড়া ব্যবহার করতে পারবেন না। কারণ এসব পরিভাষা কুরআন ও হাদীসের কোথাও নেই।
কোন রাবীকে সহীহ বলা, বা জঈফ বলা, হাদীসকে সহীহ বা জঈফ বলা, ইত্যাদি আপনি মুহাদ্দিসদের মন্তব্যের অন্ধ অনুসরণ ছাড়া বলতেই পারবেন না।
দেখা যাবে এক মুহাদ্দিস তার জন্ম নেবার চারশত বছর আগের রাবীর ক্ষেত্রে মন্তব্য করছেন। যা বুঝা যায়, তিনি উক্ত রাবীকে দেখার প্রশ্নই আসে না। তবু আপনার উক্ত মুহাদ্দিসের কথাই মানতে হয় অন্ধভাবে।
যেমন ইমাম ইবনে হাজার আসকালানী অষ্টম শতাব্দীর লোক। কিন্তু তিনি দ্বিতীয় তৃতীয় শতকের রাবীদের ব্যাপারেও জরাহ করেছেন। তার এসব জরাহ আপনি কিসের ভিত্তিতে মানবেন? নিশ্চয় আপনাকে এ বিষয়ে অন্ধ তাকলীদই করতে হবে।
সুতরাং কারো অন্ধ অনুসরণ করবেন না এটি খুবই চটকদার কথা হলেও বাস্তবে অন্তসারশূণ্য একটি কথা।
তাই এসব অনর্থক কর্ম করে শুধু আপনি সময় বরবাদ করবেন। নিজের মনে পেরেশানী তৈরী করবেন। দ্বীনী মাসায়েল বিষয়ে সন্দেহ হতে হতে [আল্লাহ না করুন] এক সময় পুরো দ্বীনের উপরই আপনার সন্দেহ তৈরীর মত ভয়াবহ অবস্থাও তৈরী হয়ে যেতে পারে।তাই নিজের অজ্ঞতা সত্বেও কুরআন ও হাদীসের বিধানাবলী বিশেষজ্ঞ সাজার এ ভয়াবহ খেল বন্ধ করুন।
বাংলাদেশে প্রচলিত কুরআন ও সুন্নাহ ভিত্তিক সংকলিত হানাফী মাযহাব অনুসরণ করে মনের প্রশান্তির সাথে ইবাদত করুন। আল্লাহ তাআলা আপনাকে সহীহ দ্বীনের উপর চলার তৌফিক দান করুন।
## কিছু ইসলামী বই এর তালিকা##
---------------------------------------
সুন্নতের রাজপথ | লেখক: মাওলানা মুফতী আব্দুশ শাকুর কাসেমী (পাকিস্তান) | অনুবাদক: মুফতী মিজানুর রহমান কাসেমী | প্রকাশক: আশরাফিয়া বুক হাউজ |
খাওয়ার আদব | লেখক: হযরত মাওলানা তকী উসমানী (পাকিস্তান) | অনুবাদক: মুহাম্মদ নিজাম উদ্দিন বকসী | প্রকাশক: আকিক পাবলিকেশন্স |
হাদীসের গল্প | লেখক: বন্দে আলী মিয়া | প্রকাশক: আহমদ পাবলিশিং হাউজ |
মুসলমানের হাসি | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা মুহাম্মদ আবদুর রহমান খন্দকার | প্রকাশক: সোলেমানিয়া বুক হাউস |
তিববে নববী | লেখক: প্রিন্সিপাল হাফেজ নজর আহমদ (লাহোর) | অনুবাদক: মাওলানা মোহাম্মদ আবদুল কাইয়ূম | প্রকাশক: ফুলদানী প্রকাশনী |
কিতাবুল ঈমান | লেখক: হযরত মুফতী মনসূরুল হক | পিডিএফ ডাউনলোড করুন | প্রকাশক: মাকতাবাতুল মানসূর |
আহকামে যিন্দেগী | লেখক: মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন | প্রকাশক: মাকতাবাতুল আবরার |
সবর ও শোকর | লেখক: ইমাম গাযযালী (রহ.) | অনুবাদক: হাফেজ মোঃ খালেদ | প্রকাশক: মোহাম্মদী লাইব্রেরী |
কবীরা গুনাহ | লেখক: ইমাম শামসুদ্দীন বিন উসমান আযযাহাবী (রহ.) | অনুবাদক: মাওলানা আবদুল কাইয়ূম | প্রকাশক: আশরাফিয়া বুক হাউজ |
মুমিন ও মুনাফিক | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) ও মুফতী মুহাম্মাদ তাকী উসমানী | অনুবাদক: মুহাম্মাদ হাবীবুর রহমান খান | প্রকাশক: মাকতাবাতুল আশরাফ |
কুরআন হাদীসের আলোকে পারিবারিক জীবন | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | প্রকাশক: বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স |
বেহেশতী জেওর ১ম-১০ম খণ্ড | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) | প্রকাশক: |
সাত যুবকের গল্প | লেখক: সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) | অনুবাদক: মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন | প্রকাশক: |
কুরআন ও সুন্নাহর আলোকে নবীজীর নামায | লেখক: মুফতী মনসূরুল হক |
হালাল কামাই | লেখক: মুফতী মনসূরুল হক | প্রকাশক: মাকতাবাতুল মানসূর |
যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম |
নামাজ আদায়ের সঠিক পদ্ধতি | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা বশির মেসবাহ | প্রকাশক: বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স |
দাম্পত্য জীবনে ইসলামী রীতিনীতি | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: হাফেজ মাওলানা মুজীবুর রহমান | প্রকাশক: এমদাদিয়া লাইব্রেরী |
আত্মার প্রশান্তি | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মুফতী মুহাম্মদ হাবীবুর রহমান খান | প্রকাশক: মাকতাবাতুল আশরাফ |
হায়াতুল মুসলিমীন : আদর্শ মুসলিম জীবন | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন | প্রকাশক: মাকতাবাতুল আশরাফ |
তা’লীমুদ দ্বীন : দ্বীন শিক্ষা | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন | প্রকাশক: মাকতাবাতুল আশরাফ |
দুনিয়া ও আখেরাত (মাওয়ায়েযে আশরাফিয়া ১ম ও ২য় খণ্ড) | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা নূরুর রহমান | প্রকাশক: এমদাদিয়া লাইব্রেরী |
ইসলামে ধন-সম্পদ অর্জনের তাগিদ, গুরুত্ব ও বিধান এবং দুনিয়ায় নেক আমল-বদল আমলের লাভ-লোকসান | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা আলমগীর হোসাইন | প্রকাশক: আল হিকমাহ পাবলিকেশন্স |
প্রচলিত কু প্রথা | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা হেলালুদ্দীন | প্রকাশক: মোহাম্মদী লাইব্রেরী |
ইসলামের দৃষ্টিতে স্বামী-স্ত্রীর দায়িত্ব-কর্তব্য ও মধুর মিলন | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা মুহাম্মদ আবদুর রহমান খন্দকার | প্রকাশক: সোলেমানিয়া বুক হাউস |
বার চান্দের ফজিলত, ঘটনা আমলিয়াত ও মিলাদে মোস্তফা | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা মুহাম্মদ আবদুর রহমান খন্দকার | প্রকাশক: সোলেমানিয়া বুক হাউস |
আদর্শ সন্তান গড়ার উপায় ও সন্তানের অধিকার | লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) | অনুবাদক: মাওলানা আলমগীর হুসাইন যশোরী | প্রকাশক: নাসীম পাবলিকেশন্স |
খ্রিস্টধর্ম কিছু জিজ্ঞাসা ও পর্যালোচনা | লেখক: হযরত মুফতী মনসূরুল হক | প্রকাশক: মাকতাবাতুল মানসূর | পিডিএফ ডাউনলোড করুন |
দাওয়াত ও তাবলীগের নীতি ও আদর্শ | লেখক: মুফতী মনসূরুল হক | প্রকাশক: মাকতাবাতুল মানসূর |
ইকমালুস সুন্নাহ | লেখক: হযরত মুফতী মনসূরুল হক | প্রকাশক: মাকতাবাতুল মানসূর |
যাকাত কিভাবে দিবেন | লেখক: হযরত মাওলানা তকী উসমানী | অনুবাদক: মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন | প্রকাশক: মাকতাবাতুল আখতার |
কুরআন ও সুন্নাহর আলোকে মাযহাব ও তাকলীদ | লেখক: মুফতী মনসূরুল হক | প্রকাশক: মাকতাবাতুল মানসূর |
হাদিয়া আহলুল হাদীস | লেখক: মুফতী মনসূরুল হক | প্রকাশক: মাকতাবাতুল মানসূর |
শরীয়তে নিষিদ্ধ কাজ হতে সাবধান (জানা ও সতর্কতার জন্য) | লেখক: মুহাম্মদ সালেহ আল-মুনজিদ | অনুবাদক: মুহাম্মাদ আব্দুস সামাদ বিন মুহাম্মদ খবীর উদ্দিন |
ছোটদের ইসলামী বাল্য শিক্ষা (আকাইদ ও ফিকহ) | লেখক: আবূ আবদুল্লাহ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী | প্রকাশক: আল-খাইর পাবলিকেশন্স |
ইসলামী বাল্য শিক্ষা | লেখক: অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক | প্রকাশক: তাওহীদ পাবলিকেশন্স |
শিশুতোষ চল্লিশ হাদিস | লেখক: প্রফেসর ড. এম. ইয়াসার কানদেমীর | অনুবাদক: মোহাম্মদ ওবায়দুল্লাহ | প্রকাশক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট |
কিশোরদের প্রিয় মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) | লেখক: মুহাম্মাদ আসাদুজ্জামান | প্রকাশক: রাহনুমা প্রকাশনী |
ইসলামী ফিক্বহের আলোকে সুদবিহীন ব্যাংকিং : আপত্তিসমূহ ও তার পর্যালোচনা | লেখক: মুফতী মুহাম্মাদ তাকী উসমানী | অনুবাদক: মাওলানা মুসা বিন ইযহার | প্রকাশক: মাকতাবাতুল ইসলাম |
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন