প্রশ্নঃ ১২৬২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার ঠান্ডা জনিত খুব সমস্যা এখন আমার স্বামী বিদেশে থেকে অাসছে তাই ডেইলি ফরয গোসল করা অামার জন্য খুবই কস্টকর। যদি ও গরম পানি দিয়ে করি তাও চুলের গোড়া ভেজা থাকার কারণে সমস্য।অামি কি তায়াম্মুমের দারা ফরয সালাত অাদায় করতে পারি??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঠান্ডা জনিত সমস্যা এখন ব্যাপকতর। এটুকু সমস্যাকে পুঁজি বানিয়ে ফরজ ইবাদত বন্দেগী নষ্ট করার কোনো সুযোগ নেই। পানি ব্যবহারের সামর্থ্য থাকতে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে না।
আপনি গরম পানি দিয়ে ফরজ গোসল করুন। ফরজ গোসলের পর হেয়ার ড্রায়ার দিয়ে চুলের গোড়া দ্রুত শুকিয়ে নেবেন।
ঠান্ডার সমস্যা থেকে মুক্তি পেতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। প্রতিবার সহবাসের পর গরম দুধে খেজুর ব্লেন্ড করে সেবন করুন। হাঁসের ডিম, কলা, কিসমিস, বাদাম ও অন্যান্য শক্তিশালী খাবারগুলো গ্রহন করুন। হাতের তালুতে খাঁটি মধু ঢেলে জিব্বা দিয়ে চেটে চেটে সেবন করুন। সহবাসের পূর্বে এক মুষ্টি খুরমা খেজুর চিবিয়ে খাবেন। এরপর পানি পান করবেন না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন