প্রশ্নঃ ১২৬০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
কুরআনের শুধু শুদ্ধ বাংলা অর্থ লিখা এমন কোন তর্জমা থাকলে দিন আর এই বাংলা অর্থ পড়তে কি অজু করা লাগবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনুল কারীমের মূল আয়াত না লিখে শুধু অনুবাদ লিখে গ্রন্থ রচনা করা কিছুতেই সমীচীন নয়। কেননা এতে কুরআনুল কারীমের প্রাণ অবশিষ্ট থাকে না। আল্লাহ তাআলার কাছ থেকে কুরআনুল কারীমের শব্দ, অর্থ, ভাব সবই এসেছে। আর এসবকিছুর মূলেই হলো শব্দগুলো। যার প্রতিটি হরফ পড়লে ন্যূনতম ১০ টি করে নেকি হয়।
তাই আপনি
তাফসীর ওসমানী অথবা
তাফসীরে তাওযীহুল কুরআন অথবা
তাফসীর মা'আরেফুল কোরআন সংগ্রহ করে পড়ুন। এই কিতাবগুলোতে সরাসরি আয়াতের উপরে বিনা অজুতে হাত লাগানো যাবেনা। অন্যত্র হাত লাগিয়ে ধরে পড়তে পারবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন