সিজদা সাহুতে ইমাম মুক্তাদির বিধান কি একই?
প্রশ্নঃ ১২৫৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন টি হল কোন ইমাম সাহেব যদি যোহর, আছর এই নামাজ পড়ানোর ক্ষেত্রে যদি কোন ওয়াজিব তরক করে তাকে কি সাহু সিজদা দিতে হবে,,যেমন আছরের দ্বিতীয় রাকাতে আলহামদুর সাথে সূরা না মিলিয়ে রুকুতে চলে গিয়ে নামাজ সম্পূর্ণ করা তার করণীয় কি ??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
'সিজদায়ে সাহু' ওয়াজিব হওয়ার জন্য ইমাম-মুক্তাদী উভয়ের একই হুকুম ! এমনিভাবে সিররি ও জাহরি অর্থাৎ জোরে কেরাত বিশিষ্ট নামাজ এবং আস্তে কেরাত বিশিষ্ট নামাজেরও একই হুকুম! তাই ইমাম যদি যোহর বা আসরের নামাজে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলিয়ে রুকুতে চলে যায়, তাহলে তাকে তৃতীয় বা চতুর্থ রাকাতে হলেও সূরা মিলিয়ে নিতে হবে, কেননা ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব, আর ওয়াজিবকে তার আপন স্থান থেকে দেরিতে আদায় করলে বা তরক করলে সাহু সিজদা দিতে হয়!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন