প্রশ্নঃ ১২৩০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
রাসুল সাঃ এর মৃত্যুর পর তার পত্নীদের বিয়ে করা অন্যদের জন্য বৈধ নয়, এই আয়াত টা কার বা কিসের মাধ্যমে নাযিল হয়েছিল?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে জিবরীল আমীন আল্লাহর হুকুমে নাযিল হতো। এই আয়াতের বেলায় ভিন্ন কিছু নয়।
তবে আয়াতের শানে নুযুল হলো, আবু সালামাহ এর ইন্তিকালের পর তার বিধবা স্ত্রী হযরত উম্মে সালামাহ রাযি.কে এবং খুনাইস বিন হুযাফাহ এর ইন্তিকালের পর তার বিধবা স্ত্রী হযরত হাফসা রাযি.কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহ করলে কোন এক মুনাফিক মন্তব্য করেছিল, মুহাম্মাদের কি হলো, সে আমাদের নারীদের বিবাহ করছে। তার মৃত্যুর পর আমরা তার স্ত্রীদেরকে বিবাহ করব। (নাউযুবিল্লাহ!)
এই মন্তব্য হজম করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কষ্ট সাধ্য ছিল।
তখন আল্লাহ তায়ালা নবীর প্রিয়তম স্ত্রীদেরকে উম্মতের মায়ের মর্যাদা দিয়ে নবীর ইন্তিকালের পর উম্মতের জন্য বিবাহ নিষিদ্ধ ঘোষণা করলেন।
আরেকটি রহস্য হলো, একজন নারী সর্বশেষ যে স্বামীর বিবাহবন্ধনে ছিল জান্নাতে তার সঙ্গে থাকবে। আল্লাহ তায়ালা চাইলেন নবীর প্রিয়তম স্ত্রীগণ জান্নাতে নবীর সঙ্গেই থাকবেন, তাই নবীর পরে যেন তাদের অন্যত্র বিবাহ না হয়। নবীর স্ত্রীগণের ইচ্ছাও এমনটাই ছিল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন