প্রশ্নঃ ১২২৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি পুলসিরাত সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই,প্রশ্ন টা হলো, আমি কিছু দিন আগে এক হুজুরের কাছে আলোচনা শুনতেছি, ঐ হুজুর পুলসিরাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক জাগায় বলছে যে,পুলসিরাতের নাকি ১৯ টা ঘাটি থাকে,কথাটা কতটুকু সত্য।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঘাটি যতটাই হোক। আপনার আমার প্রস্তুতি আছে কয়টা ঘাঁটি পার হওয়ার সেটা চিন্তা করা দরকার। যিনি বলেছেন। তিনিই ভালো বলতে পারবেন।
আমাদের করণীয় সম্পর্কে জানতে নিচের রেফারেন্সগুলো দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১১৫৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সমস্ত জাহান্নামি জাহান্নমে যাওয়ার পর ও জাহান্নামের পেট ভরবে না তখন আল্লাহ কি ভাবে জাহান্নাম এর উদর পূর্ণ করবেন? দয়া করে একটু তারাতারি উত্তর টা দিবেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিষয়টা এতো দ্রুত জানার এমন কী প্রয়োজন!!??
এর সাথে আপনার আমার আমলী জীবনের কি কোনো সম্পর্ক আছে? হাদীস শরীফে এজাতীয় অনর্থক বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে নিষেধ করা হয়েছে।কাজেই অর্থবহ কোনো বিষয়ে প্রশ্ন করুন যেটা জানলে আপনার দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে। আর এজাতীয় গভীর বিষয় সম্পর্কে জানতে যদি এতোই আগ্রহী হোন তাহলে নিয়মতান্ত্রিক কোনো মাদরাসায় ভর্তি হয়ে ইলম হাসিল শুরু করুন। ইনশাআল্লাহ ধীরে ধীরে অনেক কিছুই জানতে পারবেন। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রশ্নঃ ১১৯৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মসজিদ এর হুজুর বয়ান এর সময় বলেছে ফেরাউন নাকি নামাজ পড়ত। কিন্তু তার কামনা ছিল নামাজে নাকি খুদা দাবি করতো এই কথা টি কত টুকু ঠিক । নামাজ পড়ার কথা টা দুয়া করে একটু জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয়ভাই! দয়া করে দরকারী প্রশ্ন করুন। অনর্থক বিষয় পরিহার করে চলুন। এজাতীয় বিষয় জানার সাথে আমাদের আমলী জিন্দেগীর কোনো সম্পর্ক নাই। বরং হাদিসে এজতীয় অনর্থক বিষয় পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন-
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ، وقَالَ: حَسَنٌ.
কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা।’ (তিরমিজি, হাদিস : ২৩১৮)।
কাজেই আমাদের উচিত অর্থক বিষয় সম্পর্কে জ্ঞান লাভের আগে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বিষয় গুরুত্ব পূর্ণ সেগুলো জানার চেষ্টা করা। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রশ্নঃ ৯৮৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যোহর ও মাগরিবে কেন আস্তে সূরা পরা হয়।হাদিসের আলোকে জানতে চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইশা , ফজর, জুমা ও ঈদের নামাজে কেন জোরে পড়া হয় তার উত্তর কি আপনার জানা আছে?
আসলে এজাতীয় বিষয় জানার সাথে আমাদের আমলী জিন্দেগীর কোনো সম্পর্ক নাই। বরং হাদিসে এজতীয় অনর্থক বিষয় পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ، وقَالَ: حَسَنٌ.
কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা।’ (তিরমিজি, হাদিস : ২৩১৮)।
কাজেই আমাদের উচিত অর্থক বিষয় সম্পর্কে জ্ঞান লাভের আগে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বিষয় গুরুত্ব পূর্ণ সেগুলো জানার চেষ্টা করা। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন